এ রহমান অলি, লন্ডন থেকে ॥ বৃটেনের লুটন শহরের হবিগঞ্জ কমিউনিটির ঐতিহ্যবাহী সংগঠন “হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে”র উদ্যোগে জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুন সোমবার সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিনের মালিকানাধীন “আব্বাস ক্যারী লন্জ” রেস্টুরেন্টে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ফজিলত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন চৌধুরী হিরু। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি নাজমুল আজিজ জুবায়ের, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম, সেলিম আহমেদ, মহিবুর রহমান চৌধুরী মোর্শেদ, টিভি ব্যক্তিত্ব ও স্বনামধন্য গীতিকার জাহাঙ্গীর রানা, শাহ্ রসিদ জুয়েল, বৃন্দাবন সরকারী কলেজের সাবেক ভিপি ফারুক আহমেদ, সাংস্কৃতিক
কর্মী মারুফ চৌধুরী, এ রহমান অলি, নজমুদ্দিন তালুকদার মিঠু, ইকরামুল বর চৌধুরী উজ্জ্বল, দেবাশীষ বনিক দেবু, সহিদুর রহমান, তাজুল ইসলাম নিটু, ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নাজমুল চৌধুরী বাবুল, হাজী জামাল উদ্দিন, মোঃ আল আমিন মিয়া, দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, খায়রুজ্জামান জাহাঙ্গীর, খায়ের আহমেদ, সালেহ আহমদ, এনায়েত জামান চৌধুরী টফি, বসির, রাহি, জুবায়ের এবং কাউসার। হবিগঞ্জ এলায়েন্স লিটন ইউকের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা হান্নান চৌধুরী, সভাপতি ফজিলত আলী খান, সিনিয়র সহ-সভাপতি মান্নান চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ দেলওয়ার হোসাইন, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল
আলম সজল, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, সদস্য জাকারিয়া আহমেদ, জাহাঙ্গীর আলম, নবাগত সদস্য এড: মোহাম্মদ আফরোজ মিয়া, কামাল চৌধুরী, শিবুল আহমেদ তানিম, পিয়াল রিফাত, ড. সেলিম, মোঃ আলম, নোমান মিয়া, শাবুল আহমেদ তানিম এবং কমিউনিটি ব্যক্তিত্ব আজিজুল আম্বিয়া সজীব প্রমুখ। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করেন সহ-সভাপতি আবুল হোসেন, অনুষ্ঠানে বাঙ্গালী ঐতিহ্যবাহী ভর্তা সহ অত্যান্ত সুস্বাদু খাবার পরিবেশন করা হয়, শেষে গান ও কবিতার আসর শুরু হয়, অনেক রাত পর্যন্ত চলমান অনুষ্ঠান যেন মিনি হবিগঞ্জ মিলনমেলায় পরিনত হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে লুটনে অবস্থানরত বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ফজিলত আলী খান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরু অনুষ্ঠানে উপস্থিত হয়ে সফল করার জন্য আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।