রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু এলাকায় শোকের ছায়া শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে-জালাল আহমেদ নবীগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক আব্দুল হান্নান-এর আহ্বান নবীগঞ্জে রিমনের মৃত্যুতে শহরে থমথমে পরিস্থিতি পুলিশের টহল জোরদার ॥ মার্চেন্ট এসোসিয়েশনের সভা স্থগিত মায়ের কবরের পাশে হত্যার শিকার রিমন দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে-সৈয়দ শাহজাহান জনি হত্যা মামলার আসামি সাজুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বানিয়াচং মডেল প্রেসক্লাব পূনর্গঠন সভাপতি লিটন, সম্পাদক সফিকুল নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পৌর এলাকার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন- সরকার চেষ্টা করছে কোরবানী পশুর চামড়া যাতে বিদেশে রপ্তানী করা যায়। যারা চামড়া সংগ্রহ করেন তাদেরকে লবনটা ফ্রি দেয়া হবে। চামড়াটা কমপক্ষে এক সপ্তাহ সংরক্ষন করতে হবে। সরকার চাচ্ছে লবন দিয়ে যাতে চামড়া এক সপ্তাহ সংরক্ষন করা হয়। হবিগঞ্জ পৌরসভার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ইমাম ও মুয়্ািজ্জনদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা চেষ্টা করি যে কোন তথ্য আপনাদের কাছে পৌছে দিতে। কারণ আপনাদের কথা মানুষ শোনে।’ তিনি পৌরসভার কাজে সহযোগিতা করার জন্যও ইমাম মুয়াজ্জিনগণের প্রতি আহবান জানান। তিনি বলেন,‘জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য আপনারা কাজ করতে পারেন।’ তিনি বলেন ‘জনসংখ্যা সম্পর্কে সরকারের স্পষ্ট ধারনা থাকলে সুন্দর পরিকল্পনা করা যায়।’ প্রধান অতিথি পৌরসভার কর আদায়, পরিচ্ছন্ন শহর গড়ে তোলতে সচেতনতা সৃষ্টি ইত্যাদি সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, ‘আমরা যদি যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি তবে সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র শক্তিশালী হবে। মানুষ যাতে ভালো থাকে সেজন্য আমরা রাষ্ট্রের হয়ে কাজ করবো।’ তিনি বলেন গত ঈদ উল ফিতরে ইমাম মুয়াজ্জিনদের হবিগঞ্জ পৌরসভা যে সম্মানী ভাতা দিয়েছে সে তুলনায় এবারের ঈদে সম্মানীর পরিমান বৃদ্ধি করা হয়েছে।’ এ জন্য তিনি পৌরসভাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘যেখানে সুযোগ থাকে আমরা আপনাদের সুবিধাগুলো দেখার চেষ্টা করি।’ সভাপতির বক্তব্যে হবিগঞ্জের পৌরসভার প্রশাসক অমিত চক্রবর্ত্তী ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশ্যে বলেন ‘আপনাদের প্রতি মানুষের রয়েছে অগাধ সম্মানবোধ। ধর্মীয় ইবাদতের পাশাপাশি সামাজিক মূল্যবোধ, শিক্ষার প্রসার ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনেও আপনাদের ভূমিকা রয়েছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম ও হবিগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। আলোচনা শেষে হবিগঞ্জ পৌর এলাকার ৮২ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পৌরসভার পক্ষ হতে সম্মানী ভাতা দেয়া হয়। খতিব ও ইমামগন সম্মানী ভাতা হিসেবে ৪ হাজার টাকা করে এবং মুয়াজ্জিনগন ৩ হাজার টাকা করে গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com