সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে শিশুসহ ২২ জনকে  পুশইন করেছে বিএসএফ

  • আপডেট টাইম শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৫ বা পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাধীন কালেঙ্গা গহীন বনাঞ্চলের সীমান্ত ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে শুক্রবার ভোর রাতে অন্ধকারে শিশুসহ ২২ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে পুরুষ ৯ জন, মহিলা ৮ জন এবং শিশু ৫ জন। তাদেরকে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করেছে। খবর পেয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর অধীনস্থ রেমা বিওপির দায়িত্বপূর্ণ বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। বিজিবি তাদের আটক করেছে। বর্তমানে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি’র মিডিয়া সেল থেকে ক্ষুদে বার্তায় জানানো হয়েছে।
৫৫ বিজিবি’র কালেঙ্গা বিওপি’র কমান্ডার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই বাংলাদেশী নাগরিক এবং তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, আটককৃতরা হচ্ছেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ গ্রামের জোহর আলী (৮০), তার স্ত্রী আছিয়া বেগম (৬০), ছেলে মো. আরিফ (১৯) ও মো. আসাদুল (৩০), মন্ডলগড়া গ্রামের মো. আশরাফুল (৩৫), তার স্ত্রী জাহানারা (৩০), মেয়ে কাকলী (১০) ও আশরাফী (৬), স্বাধীরগ্রামের আমিনুল ইসলাম (৩৫), তার স্ত্রী আফরোজা (২৪), শ্যামপুর গ্রামের মো. আব্দুল হামিদ (৪২), তার স্ত্রী রেহানা বেগম (৪০), মেয়ে হাসি খাতুন (১৮), ছেলে মো. শাহিনুর (৩), মো. হাসানুর (৭) ও মো. সুজন (২২), পুত্রবধূ পারভীন বেগম (২১), কাশিপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৫০), তার স্ত্রী ফাতেমা বেগম (৪৭), ছেলে ইমরান হোসেন (২৩), তার স্ত্রী সাবিনা (২০), ছেলে ইসমাইল হোসেন (২)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com