স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার সুলতানশী গ্রাম থেকে অপহৃত কলেজ ছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে। এ সময় আলফু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।
জানা যায়, সুলতানসী গ্রামের এক কলেজ ছাত্রীকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। কললিষ্ট ও প্রযুক্তি ব্যবহার করে সদর থানার এসআই আওলাদ হোসেন শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ থেকে উদ্ধার এবং আলফু মিয়া নামে একজনকে আটক করেন। আলফু মিয়াকে শনিবার বিকালে কোর্টে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, মামলার প্রধান আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।