বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র পৃথক অভিযান দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য ও মদ আটক নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ি থেকে পাইপগান উদ্ধার বানিয়াচঙ্গে ৫ আগস্টের ঘটনায় ৮২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের শহরের ইনাতাবাদে ব্যাংক ম্যানেজারের বাসায় চুরি হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্টিত পৌর বিএনপির সভায় জি কে গউছ মানুষ বিএনপিকে নিয়ে স্বপ্ন দেখছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’র কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচনের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি নবীগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের পর থানায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দলীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী বিএনপি-যুবদলের ফ্রিডম ওয়ার্ল্ড পার্কের দ্বিতীয় বর্ষপূর্তিতে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বানিয়াচঙ্গের সুনামপুর গ্রামের আন্নর আলীর মৃত্যুর ঘটনায় আসামিদের রিমান্ড আবেদন

নবীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্টিত ॥ আন্দোলন সংগ্রামে মুসলমানদের ত্যাগ দিল্লির দোসরেরা ধামাচাপা দিয়ে রাখতে চায়-শাহজাহান আলী

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আল হেলাল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে এবং পৌরসভা আমির সোহেল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ সুজাত মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সাবেক অর্থ সম্পাদক মো. শওকত আলী, সিনিয়র সাংবাদিক আবু তালেব, দারুল হিকমাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, উপজেলা সেক্রেটারি সাইদুল হক চৌধুরী, পৌর শাখার সাবেক আমীর মাওলানা এমদাদুল হক, আবুল হোসেন আজাদ, উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা শাহ আলম, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হাবিবুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের নেতা মুফতি ফয়সল তালুকদার, জে কে হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক নেতা শামীম আহমেদ চৌধুরী, গোলাম রব্বানী, জাহাঙ্গীর বখত চৌধুরী, জেলা শিবির সভাপতি হোসাইন আহমদ, আব্দুল মান্নান, উপজেলার সহ-সেক্রেটারি এস এ মুসা, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, এহসানুল হাদি রোমান, যুব অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক সায়মন আহমেদ প্রমুখ। এছাড়াও মতবিনিময় ও ইফতার মাহফিলে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিশ, হেফাজতে ইসলাম, জমিয়তে ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিশ, যুবঅধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা ও উপজেলা সমন্বয়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী বলেন- ব্রিটিশ আমল থেকে শুরু করে ২০২৪ এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত ইসলামপন্থী দলগুলো এদেশের মানুষের আযাদীর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেষী মহল দিল্লির দোসরেরা ইতিহাস বিকৃত করে মুসলমানদের ত্যাগের ইতিহাস ধামাচাপা দিয়ে রাখতে চায়। প্রকৃত দেশপ্রেমিক জনতাকে মৌলবাদী ট্যাগ দিয়ে কোনটাসা করে রাখা হয়েছে। আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের আহবান রেখে তিনি বক্তব্য শেষ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com