নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্বত্ব মামলা দায়েরের ১৪ বছর পর আদালতের রায়ের মাধ্যমে জায়গা ফিরে পেয়েছেন নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. আওলাদ আলী। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ও আদালতের লোকজন সরেজমিনে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে মো. আওলাদ আলীর বাড়িতে এসে সহকারী জজ আদালতের আদেশ অনুযায়ী মো. আওলাদ আলীর প্রাপ্ত ২ শতক জায়গার দখল বুঝিয়ে দেন। জানা যায়- ২০১১ সালে আদালতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের সাবাজ আলী গংদের বিবাদী করে ঘোলডুবা মৌজার জে,এল নং ৪৯, আর এস নামজারী খতিয়ান নং-৯৬৮, আর এস দাগ নং ১২২৮ লায়েক পতিত শ্রেণীর ২ শতক জায়গার উপর স্বত্ব মামলা দায়ের করেন মৃত মোঃ হরমান আলীর ছেলে মো. আওলাদ আলী। পরে সহকারী জজ আদালত বাদী মো. আওলাদ আলীকে মালিক ও দখলদার হিসেবে উল্লেখ করে রায় দেন। রায়ের পর উক্ত জায়গায় গাছ রোপন করতে গেলে বিবাদী সাবাজ আলী গংরা বাঁধা দেয়। পরে আদালতে দখল বুঝিয়ে দেয়ার আবেদন করেন মো. আওলাদ আলী। আদালতের রায়ের প্রেক্ষিতে বুধবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের উপস্থিতিতে মাপঝোক শেষে লাল নিশানার মাধ্যমে মো. আওলাদ আলীর প্রাপ্ত ২ শতক জায়গার সীমানা নির্ধারণ করে দেয়া হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর আদালতের রায়ের মাধ্যমে জায়গা ফিরে পেয়ে মো. আওলাদ আলী বলেন- আদালতের রায়ের মাধ্যমে আজকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে আমার জায়গার দখল বুঝিয়ে দিয়ে গেছেন এবং সীমানা নির্ধারণ করে গেছেন। মানবিক দৃষ্টিকোন থেকে আমার জায়গায় থাকা দেয়াল পুরোপুরি না ভেঙে ভবিষ্যতে এই স্থান দিয়ে আমি আমার নিজস্ব রাস্তা করবো বলে চিন্তা ভাবনা রয়েছে। দীর্ঘদিন পর আদালতের মাধ্যমে জায়গা ফিরে পাওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। হবিগঞ্জের জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস বলেন- মো. আওলাদ মিয়ার স্বপক্ষে আদালতের রায় হওয়ায় আদালতের আদেশে ডিক্রিদার মো. আওলাদ মিয়ার জায়গার দখল সুষ্ঠুভাবেই বুঝিয়ে দেয়া হয়েছে।