রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

বানিয়াচংয়ের শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সম্প্রতি বানিয়াচংসহ সারা দেশে ঘটে যাওয়া নারী ও শিশু ধর্ষণ বন্ধ সহ ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি এবং ন্যায় বিচারের দাবীতে বানিয়াচংয়ে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র-জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। উপস্থিত ছাত্র-জনতা, ধর্ষণের শিকার হওয়া বানিয়াচংয়ের শিশু ছায়ারুন আক্তার ও মাগুরার শিশু আছিয়ার ন্যায়বিচারের দাবিতে নানা স্লোগান দেন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র নেতারা। প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বানিয়াচংযে মান-সম্মান ও আইন শৃঙ্খলার অবনতি যারা ঘটিয়েছে এবং ৬ বছরের শিশু ধর্ষণসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুত রায় কার্যকরের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, বর্তমানে এক শ্রেণির দুষ্কৃতকারী গোষ্ঠী চুরি-ডাকাতি, খুন, ধর্ষণসহ নানা রকম অশালীন কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে তৎপর। কাজেই দেশের ভাবমূর্তি ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সঙ্গে সবাইকে আন্তরিক হতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com