বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র পৃথক অভিযান দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য ও মদ আটক নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ি থেকে পাইপগান উদ্ধার বানিয়াচঙ্গে ৫ আগস্টের ঘটনায় ৮২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের শহরের ইনাতাবাদে ব্যাংক ম্যানেজারের বাসায় চুরি হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্টিত পৌর বিএনপির সভায় জি কে গউছ মানুষ বিএনপিকে নিয়ে স্বপ্ন দেখছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’র কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচনের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি নবীগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের পর থানায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দলীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী বিএনপি-যুবদলের ফ্রিডম ওয়ার্ল্ড পার্কের দ্বিতীয় বর্ষপূর্তিতে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বানিয়াচঙ্গের সুনামপুর গ্রামের আন্নর আলীর মৃত্যুর ঘটনায় আসামিদের রিমান্ড আবেদন

ফান্দাউক দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের ফান্দাউকী (রহঃ) এর সহধর্মিণীর ৩য় ওফাত দিবস উপলক্ষে ইছালে সওয়াব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ ফান্দাউক মদিনাতুল উলুম আলীম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দরবার শরীফের মুরিদান, আশেকান ভক্তবৃন্দ সহ প্রায় তিন হাজার রোজাদার মুসল্লী অংশ গ্রহণ করেন। উক্ত ওফাত দিবস উপলক্ষে দিন ব্যাপী খতমে কুরআন, খতমে আম্বিয়া, খতমে খাজেগান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ আসর নসিহত পেশ করেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছিনের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা নেছার উদ্দীন ওয়ালি উল্লাহী। ইফতারের পূর্ব মুহুর্তে ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী শাহসুফী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী ওনার আম্মার রুহের মাগফেরাত কামনা করে পবিত্র মিলাদ, কিয়াম শরীফ পাঠ করেন এবং দেশ জাতীর সার্বিক মঙ্গল, ঐক্য ও মাহে রমাদ্বান শরীফের রহমত, বরকত, নাজাত এবং মুসলিম বিশ্বের শান্তি কামনা করে সর্বশক্তিমান মহান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করেন।
ইফতার মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মৌকারা দরবার শরীফের শাহ সাহেব বিশিষ্ট কবি ও কলামিস্ট মাওলানা শাহ মুহাম্মাদ মাসউদ, মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর ভূইয়া, দরবার শরীফের মোবাল্লিগণসহ দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের ফান্দাউক দরবার শরীফ শাখা, মোড়াকরি শাখা ও বুড়িশ্বর শাখার প্রধানক্বারী ও সহ-ক্বারীবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন, নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব খায়রুল আলম, মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল হাশেম মোল্লা ফয়সল, বামৈ ইউপি চেয়ারম্যান মোঃ ফুরুক মিয়া, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, হরিপুর ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া, ধরমন্ডল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নাসিরনগর উপজেলার গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ফান্দাউক দরবার শরীফের মুখপাত্র পীরজাদা মাওলানা মুফতী শাহসুফী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, মাওলানা মুফতী শাহসুফী সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী, মাওলানা মুফতী শাহসুফী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com