নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন এর বিরুদ্ধে জায়গা দখল সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।
আমড়াখাইড় গ্রামের ইউসুফ মিয়া, মাহমুদ মিয়া, মিলাদ মিয়া, কামরুল সফিক মিয়া, সিরাজ, সালা উদ্দিন, ইছমত, বাচ্চু মিয়া, শাহিদ মিয়া, শিলু, প্রবাসী মিজানুর রহমান, শাহিনুর রহমান আনোয়ার মিয়া বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
ভোক্তভোগীরা বলেন, অবৈধ সরকারের দোসর জুলুমকারীদের বর্তমান সরকার বিচারের আওতায় নিয়ে আসলেও ইসলাম উদ্দিন এখনও এলাকায় দাপটের সাথেই কর্মকান্ড পরিচালনা করে আসছেন। আওয়ামী লীগের সরকারের আমলে কারণে অকারণে নিরিহ লোকজন নির্যাতন ও মামলা হামলার শিকার হয়েছেন। এলাকার মানুষ তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।