নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণহত্যার দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে, নবীগঞ্জ উপজেলা যুবদল-স্বেচ্চাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভায় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৩ টায় নবীগঞ্জ শহরের শেরপুর রোড মালিক টাওয়ারের সামন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরে নতুন বাজারে মোরে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদ এঁর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে, মোঃ আল-আমিন, রায়হানুল বারী, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, উপজেলা যুবদল নেতা বিলু আহমেদ, জাকির হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামসুজ্জামান, স্বেচ্ছাসেবকদল নেতা, রুবেল আহমেদ, আরিফ আহমেদ, নুর উদ্দিন, জয়নাল আবেদীন, ইকবাল আহমেদ, আসিক আহমেদ, আক্তার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা, বশির আহমেদ তুষার, জুনু মিয়া, মুনছুর আহমেদ, হাফিজুর রহমান, শামীম খান, জামিল আহমেদ, রাহুল আহমেদ, জালাল আহমেদ প্রমুখ। উক্ত মিছিল ও পথসভায় যুবদল-সেচ্চাসেবকদল ও ছাত্রদলের কয়েক শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন। পথসভায় নেতৃবৃন্দগন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং গণহত্যার দায়ে পতিত স্বৈরাচার হাসিনা ও তাঁর দোসরদের ফাঁসির দাবি জানান।