নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহকে গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলের উপস্থিতি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা সমালোচনা। তবে অনুষ্ঠানে গেলেও মঞ্চে স্থান পাননি আ‘লীগ নেতা মুকুল। অনুষ্ঠানকে দোসরমুক্ত করতে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়ার পরও অনুষ্ঠানস্থলে আওয়ামীলীগ নেতাদের উপস্থিতি নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসকের বরাবর দেয়া অভিযোগে উল্লেখ করা হয়, দিনারপুর কলেজে আওয়ামী লীগকে পুর্নবাসন প্রক্রিয়া অতিদ্রুত বন্ধ, দিনারপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে স্বৈরাচারের অনুসারী উপজেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলের নাম সম্বলিত প্রস্তাবিত তালিকা দ্রুত বাতিল করা, তালিকা প্রেরণকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ১৬ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুষ্ঠানে ইমদাদুর রহমান মুকুলের নিমন্ত্রণ বাতিল নিশ্চিত করতে হবে। এছাড়াও ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে প্রশাসনিক তদন্তে প্রমাণিত দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও আবেদন করা হয়।