বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

২৪ হাজার অবৈধ হাজি আটক!

  • আপডেট টাইম সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৩৬৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ হজ শুরু হয়নি, অবৈধ হাজি ধরপাকড় শুরু হয়ে গেছে সৌদি আরবে। মক্কায় বিভিন্ন স্থানে তল্লাশী কেন্দ্র বসিয়ে এসব লোকজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে হজের নাম করে এরা সৌদি আরবে ঢুকে কাজের খোঁজ করছিল। প্রতিবছর এধরনের তল্লাশী চলে কিন্তু এবার হজ শুরু হবার আগেভাগেই এধরনের তল্লাশীতে আটক করা হচ্ছে অবৈধ হাজিদের। এধরনের লোকজন যাতে মক্কা ও মদিনায় ঢুকে না পড়ে সে জন্যে তায়েফ সহ বিভিন্ন শহরে তল্লাশী চৌকিগুলো বেশ সক্রিয় রয়েছে। তায়েফের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার মোহাম্মদ আল-ওয়ালিদি জানান, হজের সময় যাতে পবিত্র শহরগুলোতে অবৈধভাবে লোকজন ঢুকে পড়তে না পারে তাই এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা রক্ষীরা সড়কের মোড়ে মোড়ে কড়া নজরদারি রাখছে। সন্দেহভাজন হলেই তল্লাশী চালিয়ে তার কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। মক্কার সঙ্গে সংযোগকারি সকল সড়কের ওপর তল্লাশী চৌকি বসানো হয়েছে। হজ পারমিট ছাড়া অনেকেই দুর্গম পাহাড়ি এলাকা হয়ে তায়েফ থেকে মক্কায় ঢুকে পড়তে চায়, নিরাপত্তা রক্ষীদের নজর তাদের দিকেই। এভাবে যারা হজের জন্যে সৌদি আরবে যান তাদের অধিকাংশের কাছে প্রয়োজনীয় খরচাপাতির জন্যে টাকা পয়সা থাকেনা। ফলে তারা এমন ধরনের আদম ব্যবসায়ীদের খপ্পড়ে পড়েন যারা অবৈধভাবে লোকজন সৌদি আরবে এনে কাজের খোঁজে তাদের দুর্গম এলাকায় ছেড়ে দেন। আটক ব্যক্তিদের অনেকেই জানান, তাদের সঠিক লোকজনের মাধ্যমে সৌদি আরবে আসা প্রায় অনিশ্চিত জেনেই এধরনের পথ তারা অনুসরণ করেন। এর আগে সৌদি আরবের গ্রান্ড মুফতি হজের পবিত্রতা বজায় রাখার আহবান জানান, এবং হজ যেন কোনো বার্ষিক আনুষ্ঠানিকতা বা রাজনৈতিক কর্মকাণ্ডে পরিণত না হয় সেদিকে নজর রাখার তাগিদ দেন। হজের সময় কোনো রাজনৈতিক শ্লোগান কিংবা মিছিল বা বিক্ষোভ করা নিষিদ্ধ এবং এধরনের উদ্যোগ নিতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে সৌদি আরবের সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com