স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ নেতা ও মোটর মালিক সমিতির সেক্রেটারী শংখ শুভ্র রায় (৪৫) এর জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে মোস্তাক হত্যা মামলায় আজ বৃহস্পতিবার তার জামিন শুনানী হবে। গতকাল বুধবার দুপুরে বিজ্ঞ দায়রা জজ হাসানুল ইসলাম রিপন শীল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শংখ শুভ্র রায়ের জামিন মঞ্জুর করেন। তবে মোস্তাক হত্যা মামলায় জামিন না হওয়ায় কারাগার থেকে মুক্তি পাননি। আজ যদি জামিন হয়ে যায় তবে বেরিয়ে আসবেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলতে নিহতের ঘটনায় তার বিরুদ্ধে দুইটি মামলা হলে তাকে র্যাব গ্রেফতার করে।