স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ নারী নির্যাতন মামলার পলাতক আসামি কাওসার মিয়া (৩০) কে গ্রেফতার করেছে। গত রবিবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নোয়গাঁও থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র। শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, কাওসার নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি। এতোদিন সে পলাতক ছিলো। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়।