স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ঢাকা পুলিশ হেড কোয়ার্টার্সের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এআইজি (পিআইএমএস) পদে পদোন্নতি করা হয়েছে। গতকাল সোমবার পুলিশের এনডিসি মোঃ ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ দেয়া হয়। নিয়োগে উল্লেখ করা হয়েছে- ঢাকায় কর্মরত/যোগদানকৃত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশের্^ বর্ণিত শাখায় পদায়ন/অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, ড. চৌধুরী মোঃ যাবের সাদেক হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রামের বাসিন্দা। তিনি আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমানের ছোট ভাই।