বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুলছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কলেজ পৌর এলাকার কলেজ রোড থেকে শ্রীমঙ্গল থানার মামলা নং-৩০ (০৯) ২৪ এর এজাহারনামীয় আসামি গোপেন্দ্র চন্দ্র শর্মা (৪২) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোপেন্দ্র চরন শর্মা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের শ্যামা চরন শর্মার ছেলে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত গোপেন্দ্র গোপেন্দ্র চন্দ্র দীর্ঘদিন যাবৎ কোসিং করানোর আড়ালে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিল। এক পর্যায়ে তার কোসিং এর এক ছাত্রী যৌন নিপিড়নের অভিযোগ এনে গোপেন্দ্র চন্দ্র শর্মার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সুত্রে জানা যায়, শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মা পূর্বে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হিসেবে চাকুরী করতেন। বিগত ২০১৪ সালে স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানী করার কারণে তাকে চাকুরীচ্যুত করা হয়। পরে সে তার স্থায়ী ঠিকানায় চলে যায়। বিগত এক বছর পূর্বে সে আবারো শ্রীমঙ্গলে এসে কলেজ রোডস্থ (ডাক বাংলো পুকুর পাড়) একটি ভাড়াটি বাসার নীচতলায় ‘টেকনিক কোচিং একাডেমী’ কোসিং ব্যবসা চালু করেন। এর আগেও এই শিক্ষক একই অভিযোগে পুলিশের হাতে আটক হয় বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, যৌন নিপিড়নের অভিযোগের ভিত্তিতে গোপেন্দ্র চন্দ্র শর্মাকে গ্রেপ্তারের পর রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com