নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ দিয়ে বন্যায় কবলিত ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল শুক্রবার সকালে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় ৪ শতাধিক পরিবারের লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান আহমেদ, সাংবাদিক মোঃ আলমগীর মিয়া প্রমুখ।