স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে প্রতিপক্ষের হামলায় মো: আবুবকর (২৫) নামে এক যুবক আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে সিলেট প্রেরন করা হয়েছে। জানা যায়, পইল গ্রামের আলী আহমদের পুত্র আবুবকর দোকান ভাড়া নেয় একই গ্রামের আব্দুস সালামের পুত্র পারভেজ মিয়া। সমস্যা সৃষ্টি হওয়ায় মালিক পক্ষ থেকে দোকানের বিদ্যুৎ লাইন কেটে দেয়া হয়। এ নিয়ে গতকাল সকালে আবু বকরের সাথে পারভেজের বাকবিতন্ডা হয়। বিষয়টি স্থানীয়রা সমাধানের চেষ্টা করেন। এদিকে রাত সাড়ে ৯ টার দিকে আবুবকর বাড়ি ফিরছিল। সে ভূমি অফিসের নিকট পৌছুলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। সাথে সাথে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আবু বকরের পরিবারের দাবী পারভেজ তার লোকজন নিয়ে আবু বকরের উপর হামলা চালিয়েছে।