রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু এলাকায় শোকের ছায়া শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে-জালাল আহমেদ নবীগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক আব্দুল হান্নান-এর আহ্বান নবীগঞ্জে রিমনের মৃত্যুতে শহরে থমথমে পরিস্থিতি পুলিশের টহল জোরদার ॥ মার্চেন্ট এসোসিয়েশনের সভা স্থগিত মায়ের কবরের পাশে হত্যার শিকার রিমন দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে-সৈয়দ শাহজাহান জনি হত্যা মামলার আসামি সাজুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বানিয়াচং মডেল প্রেসক্লাব পূনর্গঠন সভাপতি লিটন, সম্পাদক সফিকুল নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার বরখাস্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৮১ বা পড়া হয়েছে

ইখতিয়ার লোদী সানি ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নলিউর রহমান তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার (১৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব পুরবী গুলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। জানা যায়, আসমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২০২১ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ, কর্মহীন দরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য বরাদ্দকৃত চাল ও টাকা আত্মসাতের অভিযোগ উঠে। তদন্তে অভিযোগ প্রামাণিত হওয়ায় চেয়ারম্যান মোঃ নলিউর রহমান তালুকদারের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউপি পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে সুপারিশ করেন হবিগঞ্জ জেলা প্রশাসক। এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্ল্যেখ করা হয়, অভিযোগের চেয়ারম্যান দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনের দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে সরকার মনে করে। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ নলিউর রহমান তালুকদার কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউপি পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায় অপরাধ সংগঠিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর করা হবে। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের চাল ও টাকা আত্মসাতের অভিযোগটি তদন্তে প্রমাণিত হওয়ায় শিবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ নলিউর রহমান তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com