শনিবার, ১১ মে ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

শহরের পপুলার হাসপাতালে নার্স দিয়ে সিজার করায় ॥ এমডি তারেক আজিজকে ৭ দিনের কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চিকিৎসার নামে চলছে গলাকাটা বাণিজ্য। পাশাপাশি অনেক প্রাইভেট হাসপাতালের নেই কোনো কাগজপত্র। আবার কোনোটি মেয়াদোত্তীর্ণ। এরপরও তাদের অবৈধ চিকিৎসা কার্যক্রম থেমে নেই। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সিভিল সার্জনের নজরে আসে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে চিকিৎসক ছাড়াই অপারেশনের দায়ে নিবন্ধনহীন নতুন বাসস্ট্যান্ড এলাকার টি পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তারেক আজিজ খানকে ৭ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল অভিযান শেষে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশাদুল হক। সিভিল সার্জন কার্যালয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে পপুলার জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় তারা দেখতে পান, চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে এক গৃহবধূর সিজারিয়ান অপারেশন চলছে। তাছাড়া শহরের অনেক নামীদামি ডাক্তারের সাইনবোর্ড ব্যবহার করে অন্য ডাক্তার কিংবা নার্স দিয়েই অপারেশন চলতো ওই হাসপাতালে। পরে ২৫০ শয্যা হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এনে হাসপাতালে অপারেশন সম্পন্ন করান সিভিল সার্জন। বিকালে নিবন্ধন না থাকা এবং চিকিৎসক ছাড়া অপারেশনের দায়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তারেক আজিজ খানকে পৃথক দু’টি ধারায় ৭ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে সদর থানার এসআই ওয়াহেদ গাজীসহ একদল পুলিশ।
সিভিল সার্জন জানান, অভিযান তাদের নিয়মিতভাবে চলবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com