সোমবার, ২০ মে ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়া বাগান থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার আজমিরীগঞ্জের সাবেক পৌর প্রশাসক গোলাম ফারুক আর নেই কেন্দ্রীয় বিএনপি শোক নবীগঞ্জ উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে এজেন্ট হয়ে কাজ না করার নির্দেশ অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী নবীগঞ্জ ও বাহুবলে নিরপেক্ষ নির্বাচন চান গ্রেটবৃটেন ইউকে এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুহিত রাসেল হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন ১০৩১ আনসার সদস্য বানিয়াচং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহাসড়কের মিরপুরে পিকআপ চাপায় ডেলিভারীম্যান নিহত হবিগঞ্জে জমকালো আয়োজনে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপি নেতা গোলাম ফারুকের মৃত্যুতে জিকে গউছের শোক মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কল্যাণ মূলক কাজ করে যাচ্ছি-সৈয়দ শাহজাহান

বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত ॥ বিশাল ব্যবধানে ইকবাল খান চেয়ারম্যান নির্বাচিত ॥ আশরাফ খান ও জাহানারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ মে বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১৫টি ইউনিয়নের ১শ ৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ ইকবাল হোসেন খান (আনারস) ৪২ হাজার ৮শ ২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান জেলা যুবলীগ সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৭শ ৭২ ভোট, অপর প্রার্থী বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমীর হোসেন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২শ ২৩ ভোট। ভোটের শতকরা হার ছিল ৩৩ ভাগ। ভাইস চেয়ারম্যন পদে আশরাফ হোসেন খান (চশমা) ২৬ হাজার ২শ ৯২ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটমতম প্রার্থী মোঃ আসিক মিয়া (তালা) পেয়েছেন ১৪ হাজার ৪শ ২৭ ভোট। অপর প্রার্থী এসএম সুরুজ আলী (মাইক) পেয়েছেন ১০ হাজার ১শ ৩৬ ভোট, কৃষ্ণ দেব (টেউবয়েল) ৮ হাজার ৫শ ৯৭ ভোট, তাফাজ্জ্বল হক (বই) পেয়েছেন ৬ হাজার ২শ ৩৫ ভোট, মোঃ ফারুক আমিন (উড়ো জাহাজ) ৬ হাজার ৪শ ২০ ভোট, সৈয়দ নাছিরুল ইমাম (টিয়াপাখি) ৫ হাজার ৮শ ১ ভোট, প্রিয়তোষ রঞ্জন দেব (বৈদুতিক পাখি) ৪ হাজার ৭শ ৯৯ ভোট এবং আরশাদ হোসেন খান (পালকি) পেয়েছেন ৪ হাজার ৭শ ৪৪ ভোট। ভোটের শতকরা হার ছিল ৩৩ ভাগ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা আক্তার (প্রজাপতি) ৪৫ হাজার ৬শ ৮৪ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটম প্রার্থী মুক্তা রানী দাস রিয়া (ফটুবল) পেয়েছেন ৩৬ হাজার ৮শ ৩৮ ভোট, অপর প্রার্থী শিউলী রানী দাস (কলস) পেয়েছেন ৩৮শ ৪২ ভোট। ভোটের শতকরা হার ছিল ৩২.৭ ভাগ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com