সোমবার, ২০ মে ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়া বাগান থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার আজমিরীগঞ্জের সাবেক পৌর প্রশাসক গোলাম ফারুক আর নেই কেন্দ্রীয় বিএনপি শোক নবীগঞ্জ উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে এজেন্ট হয়ে কাজ না করার নির্দেশ অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী নবীগঞ্জ ও বাহুবলে নিরপেক্ষ নির্বাচন চান গ্রেটবৃটেন ইউকে এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুহিত রাসেল হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন ১০৩১ আনসার সদস্য বানিয়াচং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহাসড়কের মিরপুরে পিকআপ চাপায় ডেলিভারীম্যান নিহত হবিগঞ্জে জমকালো আয়োজনে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপি নেতা গোলাম ফারুকের মৃত্যুতে জিকে গউছের শোক মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কল্যাণ মূলক কাজ করে যাচ্ছি-সৈয়দ শাহজাহান

আজমিরীগঞ্জে শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত ॥ আলাউদ্দিন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ॥ মিলোয়ার হোসেন ও রেফা আক্তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ গতকাল বুধবার ৮ মে আজমিরীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা উপজেলার ৪৩ টি ভোটকেন্দ্রে গোপন ব্যালটে নির্ভিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সকাল থেকেই কেন্দ্র সমূহে ভোটারের উপস্থিতি কম ছিল। অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে ২ হাজার ৯৭৮ ভোট বেশী পেয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট পেয়েছেন ১৫ হাজার ৪৮১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫নং শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলী আমজাদ তালুকদার কৈমাছ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫০৩ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তালা প্রতীক নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মিলোয়ার হোসেন মিলু ২ হাজার ৩১৯ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট পেয়েছেন ১১ হাজার ৫৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালীপদ পাল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২৭৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবল প্রতীকে ৪ হাজার ১২২ ভোট বেশী পেয়ে মোছাঃ মাহমুদা আক্তার রেফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন মোট ১৯ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ রোকসানা আক্তার শিখা হাঁস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬১৬ ভোট। এ ছাড়া চেয়ারম্যান পদপ্রার্থী- সাবেক উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান (আনারস) পেয়েছেন ৫ হাজার ৫০৮ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিক্ষানুরাগী আকবর হোসেন (ঘোড়া) পেয়েছেন ৭ হাজার ১৪০ ভোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ লোকমান মিয়া (দোয়াত-কলম) পেয়েছেন ৬ হাজার ৮৫০ ভোট ও ডাঃ রেজাউল করিম (মোটরসাইকেল) পেয়েছেন ২ হাজার ৯৫ ভোট। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ (বই) পেয়েছেন ২ হাজার ২১৯ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাজাহান মিয়া (টিয়া পাখি) পেয়েছেন ৮ হাজার ৫২৪ ভোট, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান জীবন (চশমা) পেয়েছেন ৭ হাজার ১৫৪ ভোট, আব্দুল জলিল (বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ৬ হাজার ৭৬৫ ভোট ও পল্লী চিকিৎসক ডাঃ হারুনুর রশীদ পেয়েছেন (মাইক) পেয়েছেন ৩ হাজার ৮৩৯ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার (প্রজাপতি) পেয়েছেন ১৩ হাজার ৯৫৫ ভোট। একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৪৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৭২৫ জন ও নারী ভোটার ৪৭ হাজার ৩০২ জন। উক্ত নির্বাচনে বৈধ ভোটের সংখাা হচ্ছে ৪৯ হাজার ২৭৫ ভোট। বাতিল ভোটের সংখাা হচ্ছে ১ হাজার ৩৮৯ ভোট। মোট কাস্টিং ভোটের সংখাা ৫০ হাজার ৬৬৪ ভোট। ভোট প্রদানের হার শতকরা ৫২ দশমিক ৭৬।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com