সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে দুর্বৃত্তের আগুনে একটি প্রাইভেট কার পুড়ে ছাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ লক্ষ টাকা দামের একটি প্রাইভেট কার। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) ভোর ৫ টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম নজরুল ইসলাম চৌধুরীর পুত্র ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা: নিজামুল ইসলাম চৌধুরীর বাড়ির উঠানে রাখা তার নিজের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১৪-২২৯৩) আগুন দেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে নিজামুল ইসলাম চৌধুরী জানান, প্রতিদিনের ন্যায় তিনি তার কারটি রাত ৯ টার সময় বাড়ির উঠানে রেখে ঘুমিয়ে পড়েন। ভোর ৫ টায় আগুনের লেলিহান শিখায় ঘুম থেকে উঠে চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে সম্পূর্ণ গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনাটি উদঘাটনে চেষ্টা চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com