সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

তামাকমুক্ত হবিগঞ্জ পৌরসভা গড়ার প্রত্যয়ে সুরবিতান ও আরডি হলে অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা

  • আপডেট টাইম সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তামাকমুক্ত পৌরসভা গড়তে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে হবিগঞ্জ পৌরসভা। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় এই প্রতিযোগিতা হচ্ছে। কর্মসূচীর নির্দেশিকা অনুযায়ী তামাকমুক্ত হবিগঞ্জ পৌরসভা গড়া এই প্রতিযোগিতার লক্ষ্য। শিশু কিশোরদের মাঝে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল এবং ভবিষ্যতে তামাক ও তামাকজাত দ্রব্য এবং ধুমপান হতে বিরত রাখার উদ্দেশ্যে পৌরসভা এই উদ্যোগ নিয়েছে।
আগামী ১৭ নভেম্বর সকাল ১০ টায় সুরবিতান কর্তৃপক্ষের সহযোগিতায় সুরবিতানে এবং হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায় আরডি হলে সকাল ১০ টা ৩০ মিনিটে উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় হলো তামাক ও তামাকজাত দ্রব্য এবং ধুমপান বিরোধী যে কোন বিষয়। উক্ত প্রতিযোগিতায় ৫ জন সেরা ১০ জনকে পৌরসভার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে এবং তাদের আকা ছবি হবিগঞ্জ পৌরসভার ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে। আগ্রহী শিশু কিশোরদের তামাক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে হবিগঞ্জ পৌরসভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com