মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

নবীগঞ্জে জাতীয় সমবায় দিবসে-এমপি মিলাদ গাজী ॥ সরকারের লক্ষ্য পূরণে সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখছে

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। সমবায় সম্পর্কে বঙ্গবন্ধুর চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক। বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিসহ নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমবায় একটি কার্যকর পদ্ধতি। তিনি বলেন- সরকারের লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্য মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব।
গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগানে নবীগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসব কথা বলেন।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারি কমিশনার ভূমি শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দিন বীরপ্রতিক, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়ছল তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস নিয়ে তাৎপর্যপূর্ণ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকার। পরে ২০২১-২২ অর্থ বছরে উপজেলার সর্বাধিক রাজস্ব প্রদানকারী ৩টি সমবায় সমিতিকে সম্মননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com