শুক্রবার, ১০ মে ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী সফল করতে ম্যানচেষ্টারে সভা

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় হবিগঞ্জের প্রাচীনতম বিদ্যাপিঠ। স্কুলের ১৪০ বছরের ইতিহাসে সমস্ত ব্যাচের ছাত্রদের সংমিশ্রনে স্কুল চত্বরে একটি সম্মিলিত পুনর্মিলনী হতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। বাংলাদেশের পুনর্মিলনীর সাথে সঙ্গতি রেখে ইউকে ও ইউরোপের সমন্বয়ে আগামী ১৯ নভেম্বর রবিবার যুক্তরাজ্যে একটি পুনর্মিলনীর আয়োজন করা হবে। দুটি পুনর্মিলনী অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য গতকাল ২৫ সেপ্টেম্বর সোমবার ম্যানচেষ্টারের গেটলি টিক্কা মসল্লা রেসটুরেন্টে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। এতে গ্রেটার মানচেষ্টার, ব্রারমিংহাম, ডারবি, অলডাম ও আশপাশের শহর থেকে প্রাক্তন ছাত্ররা অংশ গ্রহন করেন। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রক্তন ছাত্র দেওয়ান মিসবাহ গাজীর সভাপতিত্বে ও তাছাদ্দুক হোসাইন বাহারের পরিচালায় অনুষ্ঠিত পরামর্শ সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন মোস্তফা জামান বাবুল, আবুল হায়দার রাজু, সমসেদ চৌধুরী, মোঃ কবির উদ্দিন, এম এ মুন্তাকিম, জুলফিকার আলম চৌধুরী সুমন, আব্দুল মুকিত চৌধুরী, খান কয়েস উদ্দিন, দেওয়ান সৈয়দ সোহাগ, সৈয়দ সাব্বির আহমেদ, সৈয়দ আতাউর রহমান পান্নু, নাজমুল আজিজ জুবায়ের, আব্দুল মুক্তাদির আরমান, আজিজুর রহমান সেলিম, শাহ আসিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তাসাদ্দেক হোসাইন, চৌধুরী মুরতাহীন বিল্লাহ জুয়েল, জুনেদ আহমদ, আব্দুল্লাহ তরফদার তুহিন, দেওয়ান সাইফুল রহমান চৌধুরী, মোহাম্মদ সিরাজ মিয়া ও তৈয়বুর রহমান শ্যামল প্রমুখ। সভায় বক্তারা হবিগঞ্জের পূনমিলনী অনুষ্ঠানে অংশ গ্রহন করে নিজিকে ইতিহাসের অংশ হতে দেশ ও প্রবাসের প্রাক্তন ছাত্রদের আগামী ৩০ সেপ্টেম্বেরের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার আহবান জানান এবং হবিগঞ্জের পূনমিলনী অনুষ্ঠানকে সফল করার জন্য ইউকে ও ইউরোপ থেকে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস প্রধান করেন, ইতিমধ্যে বার্মিংহাম মিডল্যান্ডে সমসেদ বখত রাখী, নাজমুল আজিজ জুবায়ের, এম এ মুন্তাকিম, জুলফিকার চৌধুরী সুমন, এ বি চৌধুরী অপু, গ্রেটার লন্ডনে জুবায়ের আহমেদ, সামসুদ্দিন আহমেদ, দেওয়ান আব্দুল মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, বাকী বিল্লাহ জালাল, শাহ্ আশফাকুল কবীর, মারুফ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, এ রহমান অলি, আইয়ুব শেখ সোহেল প্রমুখ কাজ করছেন। পাশাপাশি আগামী ১৯ নভেম্বর যুক্তরাজ্যে যে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে সে অনুষ্ঠানকে সফল করার জন্য ইউকে ও ইউরোপে বসবাসরত প্রক্তন ছাত্রদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়। দুটি পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল ও এর র্কাযক্রমকে গতিশীল করার জন্য সৈয়দ আতাউর রহমান পান্নুকে আহবায়ক, চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েলকে যুগ্ম আহবায়ক ও তৈয়বুর রহমান শ্যামলকে সদস্য সচিব করে র্নথওয়ষ্টে রিজিয়নের একটি কমিটি গঠন করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com