বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত ॥ বিশাল ব্যবধানে ইকবাল খান চেয়ারম্যান নির্বাচিত ॥ আশরাফ খান ও জাহানারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত আজমিরীগঞ্জে শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত ॥ আলাউদ্দিন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ॥ মিলোয়ার হোসেন ও রেফা আক্তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত শায়েস্তাগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ কোম্পানীর শ্রমিক নিহত নবীগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী গতি গোবিন্দ শহীদ পরিবারের সন্তান নন বলে অভিযোগ ॥ আমার দাদা, বাবা, ভাই মুক্তিযুদ্ধের সময় মারা যান-গতি গোবিন্দ জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম নবীগঞ্জ থেকে উদ্ধার ॥ গ্রেফতার ৪ শায়েস্তানগর থেকে টমটম চুরির চেষ্টা ॥ আটক ২ হবিগঞ্জ রেড ক্রিসেন্টের বিশ্ব রেড ক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপন নবীগঞ্জের হারভেস্টার নেত্রকোনায় ২৪ ঘন্টার মধ্যে ফেরত আনার নির্দেশ চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন নবীগঞ্জে অভিনব কায়দায় বিনামুল্যে প্রাপ্ত সেচ মেশিন বিক্রি

স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির নেতাদের অবাঞ্ছিত ঘোষণা

  • আপডেট টাইম রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে স্থান পাওয়া নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। হাইব্রীড ও সুদের কারবারীসহ অযোগ্য লোকজন এ কমিটিতে স্থান পেয়েছেন অভিযোগ তুলে সংগঠনের বৃহৎ অংশ তাঁদের অবঞ্চিত করে। গত ৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফেরামের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। সেখানে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে স্থান পাওয়াদের অবাঞ্চিত ঘোষণা করেন। স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতা এ সিদ্ধান্তের প্রতি ঐক্যমত পোষন করে বক্তব্য দিয়েছেন। সেখানে সংবর্ধিত ব্যক্তিও প্রধান অতিথি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি ফেরদৌস আলম একজন সুবিধাভোগী রাজনীতিবীদ। তার পরিবার হেফাজতে ইসলাম ও জামায়াত পন্থী। এছাড়া সাধারণ সম্পাদক সবিনয় দাশ একজন সুদের কারবারী। তারা যদি আওয়ামী লীগের নেতৃত্বে থাকেন তাহলে সংগঠনের ক্ষতি হবে। তাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী তাঁদের নেতৃত্ব মেনে নেননি। এছাড়া গত ইউপি নির্বাচনে ফেরদৌস আলম তার লোকজনকে নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেছেন। বিষয়টি সবাই অবগত।
তাই এই প্রস্তাবিত কমিটির বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য তারা অনুষ্ঠানে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের প্রতি জোর দাবি জানান। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন লিয়াকতও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত হবিগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম বলেন, প্রস্তাবিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা জনপ্রিয়তাহীন ব্যক্তিত্ব। সংগঠনের ৯০ শতাংশ নেতাকর্মী তাঁদের পছন্দ করেন না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার স্বার্থে তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জেলা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি দাবি জানাচ্ছি।
সভায় সভাপতিত্ব করেন স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ছয়বারের সাবেক সভাপতি ছুফি মিয়া খান এবং সঞ্চালনায় ছিলেন গত নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হারুনুর রশীদ।
আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন রায়, বিকাশ চন্দ্র দাস, শশাড়খ দাশ, মোঃ মধু মিয়া, মোঃ আমজদ উল্লা, মোঃ পরবেশ উল্লা, মোঃ জামাল খান, মোহাম্মদ আলী আমিনী, মোঃ হারুন মিয়া, রিংকু দাশ, লক্ষ্মণ সূত্রধর, জুনেদ আহমেদ, মনির খান, মিনাজ উদ্দিন চৌধুরী, মোঃ লুৎফুর রহমান, চিত্তরঞ্জন সূত্রধর, জমির হুসেন, আব্দুল জলিল ফতু, মোঃ তালেব আলী, সজল চন্দ্র বিশ্বাস, মোঃ ইসতিয়াক আহমেদ ইমন, মোঃ ফরশ উদ্দিন, মোঃ মিজানুর রহমান, তপন সূত্রধর, অনুকুল দাশ, কৃপেশ দাশ, ফয়জুর রহমান, বিদু দাশ, ডাঃ বজলু মিয়া, মোঃ আব্দুল খালেক, মোঃ আব্দুল মতিন, মোঃ এরশাদুল, মোঃ হারুন মিয়া, অনন্ত দাশ, মোঃ মরম আলী, মোঃ হাফিজুর রহমান, মোঃ সাজিদ আক্তার এনি, মোঃ ফারুক মিয়া, পরিতোশ সরকার, গোপেশ সূত্রধর, মোঃ মাসুক মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com