রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ও কলেজের ২৩ জন শিক্ষকের মধ্যে ১৯ জনের নিয়োগই অবৈধ বলে অভিযোগ লন্ডনস্থ ক্যামডেন কাউন্সিলের মেয়র নিযুক্ত হয়েছে হবিগঞ্জের সমতা খাতুন জেলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি আবু জাহির এর অনন্য উদ্যোগ তাপদাহের পর হবিগঞ্জে বৃষ্টি খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জেলা বিএনপির গণদোয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা পরিষদের অর্থসহায়তা ব্যক্তিগত ভাবে লাভবান হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করি না-সৈয়দ মোঃ শাহজাহান হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সমন্বয়ক কমিটির সমাবেশ লাখাইয়ে দলিল লেখকের মরদেহ উদ্ধারের ঘটনায় মা-ছেলে-মেয়েসহ গ্রেফতার ৪ ॥ নারী সংক্রান্ত ঘটনার জের ধরে নয়নকে হত্যা করা হয় নবীগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে ১ নারী নিহত

নবীগঞ্জ উপজেলা নির্বাচন ॥ হলফনামায় সম্পত্তির যেসব তথ্য উল্লেখ করলেন আলোচিত ৫ প্রার্থী

  • আপডেট টাইম বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৫ আলোচিত প্রার্থীর হলফনামায় দেয়া তথ্য নিয়ে চলছে আলোচনা। নবীগঞ্জ উপজেলায় যে ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন এর মধ্যে মূল আলোচনায় রয়েছেন ৫ জন। এর মধ্যে বিএনপি ১ জন ও আওয়ামীলীগ ৪ জন। তাদের মধ্যে মূল প্রতিন্দ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, কারও কারও বাৎসরিক আয় প্রকৃত আয়। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম ২ বারের চেয়ারম্যান, ১ বারের ভাইস চেয়ারম্যান ও ২ বারের ইপি চেয়ারম্যান। আওয়ামী লীগ নেতা ফজলুল হক চৌধুরী সেলিম হলফনামায় উল্লেখ করেন তিনি শিক্ষাগত যোগ্যতা স্ব-শিক্ষায় শিক্ষিত, পেশা কৃষি। তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা ছিল যেটি ২০০৮ সালে খারিজ হয়ে গেছে। তিনি এবং তার ওপর নির্ভরশীলদের আয়ের উৎস কৃষি খাত, বাড়ি ও দোকান ভাড়া। এই দুই খাত থেকে তার নিজের বাৎসরিক আয় ২০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে নিজের নগদ টাকা রয়েছে ৪ লাখ টাকা। ব্যাংকে রয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ঋণ, পরিবহন ও মোটর সাইকলে কিছুই নেই। ইলেকট্রনিকস সামগ্রী ১টি টিভি, ১টি ফ্রিজ, ১টি ল্যাপটপ, ১টি মোবাইল যার মূল্য ধরা হয়েছে ১লাখ টাকা। নিজের স্বর্ণালংকার আছে ৬ ভরি যার বাজার মূল্য ৪ লাখ টাকা। স্ত্রীর নামে স্বর্ণ রয়েছে ১০ ভরি বাজার ৭ লাখ টাকা। আসবাবপত্র আলমারি, খাট, ড্রেসিন টেবিল, সোফা, চেয়ার টেবিল যার মূল্য ২৫ হাজার টাকা। অন্যান্য আসবাবপত্র ৩৭ হাজার টাকা। ২ লাখ টাকা মূল্যের কৃষি জমি রয়েছে তার। ৫০ হাজার টাকা মূলের ২০ শতক অকৃষি জমি রয়েছে। তার স্ত্রী নবীগঞ্জ গন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত থাকলে ও তা হলফ নামায় উল্লেখ করা হয়নি। কোনো ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠানের কাছে ঋণ বা দায়দেনা নেই। চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফুর হলফনামায় দেখা যায়, তিনি স্ব-শিক্ষায় শিক্ষিত। তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে ১২ টি মামলা রয়েছে। পেশায় ব্যবসায়ী। ব্যবসা থেকে বাৎসরিক আয় ৩ লাখ টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ ৪ লাখ, এবং ব্যাংকে রয়েছে ৪ লাখ ২১ হাজার ৯২০ টাকা। স্ত্রীর এক উপঢৌকন ২০ ভরি ওজনের স্বর্ণালংকার আছে যার মূল্য দেখানো হয় নাই। এছাড়া স্থাবর সম্পত্তি মধ্যে নিজ নামে কোন সম্পত্তি নেই, হলফ নামায় উল্লেখ রয়েছে পৈতৃক সম্পত্তি এখনও বন্টন করা হয়নি। কোন দায়দেনা ও ব্যাংক লোন নেই।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড সুলতান মাহমুদ শিক্ষাগত যোগ্যতা এলএলবি পাশ। তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে ২ টি বিচারাধীন মামলা রয়েছে। পেশায় আইনজিবী। পেশা থেকে বাৎসরিক আয় ৬ লাখ ২০ হাজার টাকা। স্ত্রীর ব্যবসা থেকে বাৎসরিক আয় ১৮ লাখ টাকা। ব্যাংক হতে ডিপিএসএর লভ্যাংশ আয় ৭২ হাজার ২৮৫ টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ ৬ লাখ, ১৭ হাজার ৯৯১ টাকা, স্ত্রী ৫০ হাজার টাকা, এবং ব্যাংকে রয়েছে ১৪ লাখ ৯৬ হাজার ২২৮ টাকা। স্ত্রীর নামে নগদ আছে ১৭ লাখ ১হাজার ২১৫ টাকা। কোম্পানীর শেয়ার আছে সূর্যমুখী জেনারেল হাসপাতালে ২ লাখ ৫০ হাজার টাকা। সঞ্চয়পত্র আছে ৩ লাখ টাকা, পরিবহন ১টি প্রাইভেট কার যার মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। নিজ নামে উপঢৌকন ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার আছে যার মূল্য দেখানো হয় নাই। স্ত্রীর আছে ২৫ ভরি স্বর্ণালংকার। এছাড়া স্থাবর সম্পত্তি মধ্যে নিজ নামে ১২০ শতক, যার মূল্য ৫০ লাখ ৪৫ হাজার টাকা। স্ত্রীর নামে ৯শতক যার মূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা। অকৃষি জমি ৭.৩৫ শতক যার মূল্য ৪০ লাখ ৬৫ হাজার টাকা। যৌথ মালিকানায় পৈতৃক সূত্রে প্রাপ্ত ২.৪৫ শতক। আবাসিক দালান ৬ তলা বাড়ি নির্মাণ প্রক্রিয়াধীন যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। কোনো ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠানের কাছে ঋণ বা দায়দেনা নেই। আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এমদাদুর রহমান মুকুল তিন বারের ইউপি চেয়ারম্যান তিনি। আওয়ামী লীগ নেতা ইমদাদুর রহমান মুকুল হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, শিক্ষাগত যোগ্যতা তিনি বিএ বিকম পাশ, পেশায় ব্যবসা। তার বিরুদ্ধে ৩টি ফৌজদারি মামলা ছিল যার মধ্য থেকে ২টি মামলায় খালাস ১টি থেকে অব্যাহতি পেয়েছেন। তিনি কৃষি খাতের আয়-ব্যয়ের হিসাব দেখান নাই। ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ১ লাখ ৮০ হাজার টাকা। স্ত্রীর চাকুরী থেকে বাৎসরিক আয় ১ লাখ টাকা। ইউপি চেয়ারম্যান থাকাকালীন ভাতা পেয়েছেন ১ লাখ ২০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে নিজের নগদ টাকা রয়েছে ৬৮ লাখ ১৯ হাজার ৩০ টাকা। স্ত্রীর নামে ১৯ লাখ ২০ হাজার ৩৩ টাকা। ব্যাংকে আছে ৩ লাখ ৩০ হাজার ৯৭০ টাকা। স্ত্রীর নামে ব্যাংকে ৫ লাখ ৬৯ হাজার ৯৬৭ টাকা। ব্যাংক ঋণ, পরিবহন ও মোটর সাইকলে কিছুই নেই। নিজ নামে কোন স্বর্ণ নেই স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণ রয়েছে যার বাজার মূল্য ৮০ হাজার টাকা। ইলেকট্রনিকস সামগ্রী ১টি টিভি, ১টি ফ্রিজ, ১টি মোবাইল, ফ্যান যার মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। আসবাবপত্র খাট, সোফা, আলনা, চেয়ার, টেবিল, যার মূল্য ১ লাখ টাকা। অন্যান্য আসবাবপত্রের মধ্যে ১টি বন্দুক, ১০ গুলি, ২২ বোরের ১টি পিস্তল ৬০ হাজার টাকা। নিজ নামে কোন কৃষি জমি নেই পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি ৪ একর, যার মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। কোনো ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠানের কাছে ঋণ বা দায়দেনা নেই। আরেক প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুলের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, শিক্ষাগত যোগ্যতা তিনি বিএসএস পাশ, পেশায় ব্যবসা। তার বিরুদ্ধে ২টি ফৌজদারি মামলা ছিল। সেগুলো থেকে বেখসুর খালাস পেয়েছেন। কৃষি খাতে তিনি বাৎসরিক আয় ১ লাখ ৭০ হাজার। নগদ টাকার পরিমাণ ৩ লাখ ৭১ হাজার ৬১২ টাকা। ব্যাংকে রয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৭৫৮ টাকা। কৃষি ব্যাংকে আছে ৪২ হাজার ৬২৯ টাকা। স্ত্রীর নামে ১৫ ভরি স্বার্ণালংকার রয়েছে এবং ৯০ হাজার টাকা। স্থারব সম্পত্তি ১১৯ শতক যার মূল্য ধরা হয়েছে ১লাখ ৯৩ হাজার ৯৭৫ টাকা। ব্যাংক ঋণ, পরিবহন ও মোটর সাইকলে কিছুই নেই। ইলেকট্রনিকস সামগ্রী ১টি টিভি, ১টি ফ্রিজ, ১টি মোবাইল, ফ্যান যার মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। আসবাবপত্র খাট, সোফা, আলনা, চেয়ার, টেবিল, যার মূল্য ১ লাখ টাকা। কোনো ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠানের কাছে ঋণ বা দায়দেনা নেই। যার ফলে উপজেলার সচেতন মহল প্রার্থীদের হলফনামার তথ্য নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। প্রদত্ত হলফনামায় অনেক কিছু ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিমত তাদের।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com