প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৮ মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। বর্নাঢ্য শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা সহ নানান আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। তার মধ্যে সকাল ১০ টায় বর্নাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা শুরু হয়। হবিগঞ্জ জেলা যুব ক্রিসেন্ট এর যুব প্রধান আশীষ কুমার কুরির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান শামীম, কার্যনির্বাহী সদস্য সফিকুজ্জামান হিরাজ, কার্যনির্বাহী সদস্য রাসেল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, হবিগঞ্জ ব্যকস্ এর সাধারণ সম্পাদক মোঃ আলমগীর দেওয়ান, আজীবন সদস্য রোটারিয়ান প্রশান্ত কুমার দাস, হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট মোঃ ইমতিয়াজ তুহিন, কার্যনির্বাহী সদস্য ও সাবেক যুব-প্রধান পংকজ কান্তি দাশ পল্লব, বিকেজিসি সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের রেড ক্রিসেন্ট ইনচার্জ শিক্ষক জয় চন্দ্র সিনহা, আলী ইদ্রীস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান। সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম বলেন- আর্ত-মানবতার সেবায় নিবেদিত রেড ক্রিসেন্ট শান্তিতে ৩ বার নোবেল পুরষ্কার লাভ করে। রেড ক্রস রেড ক্রিসেন্ট দূর্যোগ, মহামারী, যুদ্ধ বিগ্রহে মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।