স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মাঠে নির্মিত জাতির পিতা মঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, সকাল ১০ টায় শোক র্যালি ও মৌন মিছিল, সকাল সাড়ে ১০ ঘটিকায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন, সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল, দুপুর ১২ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নামুল হাসান, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক এস এম খোকন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ মিনারুল ইসলাম, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমদ ভূইয়া, ইউপি চেয়ারম্যান আনুয়ার হোসেন, এরশাদ আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা বিপুল ভূষন রায়, শাহজাহান মিয়া, শাহনেওয়াজ ফুল, নজরুল ইসলাম, যুবলীগ নেতা আলঙ্গির মিয়া, মহিবুর রহমান খান মাসুদ, সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফ সুহেল, মাহমুদ হোসেন খান মামুনসহ, বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।