শুক্রবার, ১০ মে ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ উদ্যোগে ॥ কোরআন অবমাননার প্রতিবাদে শহরে বিশাল বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে হবিগঞ্জে বিশাল বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মাহ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে মিছিল সহকারে জড়ো হতে থাকে মুসল্লীরা। এ সময় বিভিন্ন ধরণের শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় বিক্ষোভ মিছিল। বৃষ্টির বাঁধা উপেক্ষা করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ ও মিছিল অংশ নেয় হাজার হাজার মুসল্লী।
মিছিলটি কোর্ট মসজিদ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবারও কোর্ট মসজিদের সামনে এসে শেষ হয়। এ সময় বক্তারা মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআনের অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব রইছ মিয়ার সভাপতিত্বে এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জ পৌর শাখার সভাপতি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ও মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, আহলে সুন্নাতওয়াল জামআতের মহাসচিব অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, আল ইসলাহ হবিগঞ্জের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমদ, হবিগঞ্জ শাহী ঈদগাহ ও কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা গোলাম মস্তোফা নবীনগরী, কোর্ট জামে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মহসিন চৌধুরী, গাউছিয়া কমিটি হবিগঞ্জ এর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা খাইর উদ্দিন, ইসলামি ফ্রন্ট নেতা মুফতি তাহির উদ্দিন খান সিদ্দিকি, রাজনগর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মামুনুর রশীদ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আলমগীর হোসেন সাফফী, অনন্তপুর জামে মসজিদের খতিব মুফতি মুজিবুর রহমান খান, হাফেজে কুরআন ঐক্য পরিষদের সভাপতি হাফেজ রেজাউল করিম, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন হবিগঞ্জ এর সাংগঠনিক সম্পাদক হাফেজ একরামুল হক চৌধুরী, তালামিযে ইসলামিয়া হবিগঞ্জ এর পক্ষে হাফেজ নাছির উদ্দীন খান, ইনাতাবাদ জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম জালালী, ২নং পুল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আবুল বাশার হানাফী, মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন মুফতি এম এ মজিদ পিরিজপুরি, মাওলানা এম এ মালেক, জাহিদুল ইসলাম, আলা হযরত ফাউন্ডেশন হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীন, খেদমতে কুরআন সুন্নি পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তানভীর রেজা চৌধুরী, শায়েস্তানগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহির রেজা আলকাদরী, মোহনপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুস্তাফিজুর রহমান আজহারী, যশেরঅব্দা নুরানী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ রুমান আহমদ, সওদাগর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হালিম হোসাইন আল কাদরী, পুরান বাজার রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী শাহ আলম জিহাদী, কামড়াপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ দেলোয়ার হোসেন, আনোয়ার পুর জামে মসজিদের ইমাম ুখতিব মাওলানা খোরশেদ আলম নেছারী, উমেদনগর তাওয়াক্কুলিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী জোবায়ের আহমদ আলকাদরী, চান মিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি জিল্লুর রহমান আশেকী, গোসাই পুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আঃ ওয়াদুদ, বহুলা হযরত শাহজালাল রহঃ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আঃ সাওার নুরী, পশ্চিম ভাদৈ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আবুল কালাম, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজি জশিম উদ্দিন খান, ফয়জানে মদিনা হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ আমিনু ইসলাম, টিএনটি জামে মসজিদের ইমাম ও খতিব কাজি মাওলানা আঃ আলিম, অনন্তপুর জামে মসজিদের ইমাম মাওলানা সাযেদ হোসেন বেলালী, শ্যমলী জামে মসজিদের খতিব হাফেজ এমদাদুর রহমান, হাফেজ আঃ রহমান সেলিম, হাফেজ তাজ উদ্দিন প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com