সোমবার, ১৯ মে ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

শায়েস্তাগঞ্জে যুব গণসমাবেশে জি কে গউছ ॥ ভয়কে উপেক্ষা করেই আমরা গণতন্ত্রের আন্দোলন করে যাচ্ছি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শহীদ হবো, কিন্তু জনগণের দাবী আদায় না করে রাজপথ ছড়বো না। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। ভয়কে উপেক্ষা করেই আমরা গণতান্ত্রিক চর্চা করে যাচ্ছি, আন্দোলন করে যাচ্ছি। এই গণতন্ত্রিক আন্দোলনে ইতিমধ্যেই আমাদের ১৭ জন্য ভাই শহীদ হয়েছেন। তিনি গতকাল সোমবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত যুব গণসমাবেশে এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং অসহনীয় লোডশেডিং, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই যুব গণসমাবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হোসেন শান্টু পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সহসভাপতি কামরুল হাসান রিপন, উপজেলা বিএনপির সহসভাপতি নিজামুল ইসলাম বেলাল, আব্দুল আজিজ ফরহাদ, আব্দুল হাই, হাজী আরব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম ফারুক, মিজান উদ্দিন আহমেদ মোহন, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, নজরুল ইসলাম কাওছার, মোঃ জমির আলী, মোঃ আব্দুল কাইয়ূম, শায়েস্তÍাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, ব্রাহ্মণডুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম রানা, হাজী মতিউর রহমান মতিন, নুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আছকির মিয়া মেম্বার, আব্দুল মোতালিব ফরিদ, হাবিবুর রহমান বেনু, মোঃ সাইদুল ইসলাম, উপজেলা কৃষকদলে আহ্বায়ক গোলাম সারোয়ার পলাশ, সদস্য সচিব আবদুস সালাম মোস্তফা, জেলা যুবদল নেতা গাজিউর রহমান রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, শামিম আহমেদ নাছির, সাইফুল ইসলাম সাইফ, মোঃ খোকন তালুকদার, মোঃ সৈয়দ আলী, শামিম আহমেদ শামিম, মোঃ সুজন মিয়া, মুরাদুজ্জামান মাসুম, বিএনপি নেতা নুরুল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, হাসানুর রহমান ইনু, মোঃ উসমান আলী, সাদেক মেম্বার, মোশাহিদ মিয়া, লুৎফুর রহমান, সারোয়ার আলম, আব্দুল গফুর ছুটু মিয়া, দুদন মিয়া, আব্দুন নুর, যুবদল নেতা নাছির উদ্দিন সেলিম, আরিফ হোসেন খোকন, মোঃ রাসেল মিয়া, কামরুল ইসলাম তালুকদার, সফিকুল ইসলাম কামাল, মোশাঙ্গির আলম, ইব্রাহিম মিয়া, সফিকুল ইসলাম রিপন, নাছির হোসেন, ফরহাদ তালুকদার, মোঃ বাবুল মিয়া, হাজী মিন্টু, আক্তার আহমেদ, উজ্জল আহমেদ, সোহেল খান, মুরশেদ, নোমান, আলমগীর, অলিউর, সৈয়দ আলম, আক্তার মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মাসুম, যুগ্ম আহ্বায়ক খোকন আহমেদ জয়, ছাত্রদল নেতা বকুল, আব্দুল বাছির প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com