স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির বলেছেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে একাত্তরের পরাজিত শক্তির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি শোকবহ দিন, কিন্তু এই শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ করে যে কোন প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল সন্ধ্যায় আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি একথাগুলো বলেন। অনুষ্ঠান পরিচালনাকালে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান আলোচনা সভায় বলেন, একাত্তরের পরাজিত শক্তিই ’৭৫-এ জাতির জনককে সপরিবারে হত্যার চক্রান্তকারী। তারাই আজ যোদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, দেশের সম্পদ ধ্বংস, নিরপরাধ মানুষকে পুড়িয়ে হত্যার মত পৈশাচিকতায় লিপ্ত হয়ে বাংলাদেশকে আবার অন্ধকার গহবরে ঠেলে দিতে চাইছে।
আলোচনা সভার শুরুতে ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী সবার আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনায় অংশ নেন, আওয়ামীলীগের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, আরব আলী, আলমগীর চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক এডঃ সালেহ আহমেদ, এডঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডঃ আকল হোসেন, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, শ্রমিক লীগ নেতা জিগেশ সুত্রধর, জেলা যুবলীগ সহ-সভাপতি হাসান চৌধুরী হেমশিম ও জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল।
এদিকে গতকাল সকাল সাড়ে ৮টায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।