রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ মহান স্বাধীনতা দিবস বানিয়াচংয়ে খালার জানাযা শেষে ফেরার পথে দুর্ঘটনায় দুই ভাই নিহত বানিয়াচঙ্গের ইকরামে সুদের টাকার জন্য বন্ধুকে হত্যা ॥ লাশ গুম করতে গিয়ে জনতার হাতে ঘাতক আটক হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মাওঃ আনোয়ার আলী আর নেই জেলা প্রশাসনের সভায় এমপি আবু জাহির ॥ ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালানো হয় ২৫ শে মার্চ খোশ আমদেদ মাহে রমজান নবীগঞ্জের দাউদপুর ও দরবেশপুর গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ॥ আহত ১৫ শায়েস্তাগঞ্জ রেল ষ্টেশনে “ইশাত খান লাভ ফর হিউমিনিটি”র উদ্যোগে ইফতার বিতরণ জাপানে মেডিকেল সাইন্সে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন ডাঃ সিঁথি পৌরসভার বড় ড্রেন পরিস্কারে গিয়ে দেবে গেছে এক্সকেভেটর ॥ পরিদর্শন করলেন মেয়র

চৌধুরীবাজার জামে মসজিদে জুমার খুৎবায় মুফতি আব্দুল মজিদ যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর

  • আপডেট টাইম শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৩ বা পড়া হয়েছে

এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদে জুমার খুৎবায় মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী বলেছেন- যার নামাজ যত বেশি সুন্দর, তার জীবনও তত বেশি সুন্দর হবে। নামাজ সুন্দরের অর্থ হল ধীরস্থিরে নামাজ পড়া, আল্লাহর ভীতি নিয়ে নিমগ্ন হয়ে নামাজ পড়া। নামাজকে হেফাজত করা প্রত্যেক মুমিনের একান্ত কর্তব্য। যারা নিজেদের নামাজকে হেফাজত করবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে হেফাজত করবেন। মুফতি আব্দুল মজিদ বলেন- একজন মানুষকে আরেক মানুষের উপকারে আসা উচিৎ। দুঃখজনক হলেও সত্য এ কালচার দিনে দিনে নিঃশেষ হয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের রক্তের পাশ দিয়ে মানুষ নিবিঘ্নে চলাচল করেছে কিন্তু আহতদের উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। এসব দৃশ্যই বলে দেয় আমরা প্রকৃত মানুষ হতে পারিনি। তিনি বলেন- যারা মানুষের উপকারে আসবে আল্লাহ তার উপকার করবেন, যারা মানুষের দোষ গোপন করবে আল্লাহ তার পাপ গোপন করে দেবেন। পবিত্র রজব মাসের গুরুত্ব বর্ণনা করে তিনি বলেন- রজব মানুষ হচ্ছে আল্লাহর মাস। এ মাসে নবী (সাঃ) বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। রাসুল (সাঃ) ইবাদতের পরিমাণ দেখে সাধারন সাহাবীরা বুঝে নিতেন রজব মাস চলে আসছে। রজব মাস হচ্ছে রমজানের পুর্ব প্রস্তুতি গ্রহনের মাস। আমাদের উচিৎ অন্তত রজব মাস থেকে তাকবিরে ওলার সাথে জামায়াতে নামাজ আদায় করা। যারা তাকবিরে ওলার সাথে জামায়াতে নামাজ আদায় করবে তার জন্য বেহেশতকে ওয়াজিব করে দেয়া হয়েছে। মৃত মা বাবার কবরের পাশে দাড়িয়ে তাদের জন্য দোয়া করা উচিৎ, কবরবাসীরা অসহায়, সন্তানের দোয়ার জন্য তারা অপেক্ষা করে থাকেন, মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। সর্ব পর্যায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব দিয়ে মুফতি আব্দুল মজিদ বলেন- নিজেদের ঘর থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জরুরী। যার যার হক পুরন করতে হবে। নিজের ভাই যদি কারো প্রতি জুলুম করে তার পক্ষাবলম্বন করা যাবে না, যদি জুলুমকারী ভাইয়ের পক্ষে অবস্থান নেন তাহলে আপনি নিজেও জালিম হয়ে যাবেন। নিজের জন্য যেটা পছন্দ করবেন, অন্যের জন্য সেটাই পছন্দ করতে হবে, নতুবা মুমিন হওয়া যাবে না। ইসলাম একটি সুন্দর ও মার্জিত ধর্ম। সেই ধর্মকে মনে প্রাণে ভালবাসা একজন মুসলমানের অতিব জরুরী। অধিক পাপ করে ফেলেছেন, নিরাশ হবেন না, নিরাশ না হয়ে ইবাদতে লেগে যান, কবুল করার মালিক আল্লাহ। মুফতি আব্দুল মজিদ জুমার খুৎবায় রজব, শাবান ও রমজান মাসের ইবাদতের গুরুত্ব বর্ণনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com