শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিল্ডিং নির্মাণের অভিযোগ ॥ আদালতে মামলা ॥ সার্ভেয়ারের বিরুদ্ধে নারাজি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের মৃত- মিন্টু নমসূত্রের পুত্র বকুল সরকার বাদী হয়ে একই গ্রামের জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদনের উপর নারাজির আবেদন করেছেন। জানা যায়- দরখাস্ত মামলা নং ৪৫/২০২২ইং (নবীগঞ্জ) বকুল সরকার বাদী হয়ে কই গ্রামের জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদনের উপর নারাজির আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিজে তদন্ত না করিয়া বিষয়টি তদন্ত পূর্বক প্রদানের জন্য সার্ভেয়ার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় নবীগঞ্জ থেকে দায়িত্ব অর্পন করেন। সার্ভেয়ার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় নবীগঞ্জ ২য় পক্ষগণ কর্তৃক বশিভূত হইয়া নালিশা ভূমি সংক্রান্ত বাস্তব অবস্থার সম্পূর্ন বিপরীতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এছাড়া নালিশা ভূমিতে উভয়পক্ষের মধ্যে মারাত্মক শান্তি ভঙ্গের আশংকা থাকা স্বত্বেও ২য় পক্ষ কর্তৃক বশিভুত হইয়া শান্তি শৃংখলা ভঙ্গের আশংকা নাই মর্মে উল্লে করিয়া মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যেহেতু নালিশা ভূমি নিয়া নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ নিজে কোন তদন্ত করেন নাই বা সরজমিন পরিদর্শন করেন নাই। তাই নালিশা ভূমি সরজমিনে তদন্ত পূর্বক একখানা বাস্তব প্রতিবেদন বিজ্ঞ আদালতে উপস্থাপন হওয়া আবশ্যক। তাই অত্র নারাজির আবেদন গ্রহন করতঃ সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ কর্তৃক নিজে তদন্ত প্রতিবেদন প্রেরণ করার আবেদন করেন। এছাড়া বিবাদীপক্ষ ১৪৪ ধারা অমান্য করিয়া বিল্ডিং নির্মাণ করেছে বলে জানা গেছে। পরে হবিগঞ্জ যুগ্ম জেলা দায়রা ২য় জজ আদালত ২০২১ইং ৩নং ছানী মোকদ্দমার আলোকে উভয় পক্ষকে একটি নোটিশ প্রদান করা হয়। নোটিশে উল্লেখ করা হয়- আদালতের ২০১৬ইং ১৫নং স্বত্ব মোকদ্দমা বিগত ০৫/০৫/২০১৯ইং তারিখের খারিজাদেশ রহিত হইয়া পুনরায় নম্বরভুক্ত হওয়ার জন্য দেওয়ানী কার্য বিধি আইনে আরজি বর্ণিত ঠিকানায় জারী হওয়ার জন্য বিজ্ঞ আদালতে আবেদন কনে। এরই প্রেক্ষিতে অত্র নোটিশ দ্বারা ১-৫নং বিবাদী/তরপছানীকে জানানো জাইতেছে যে, অত্র মোকদ্দমা কোন আপত্তির কারণ থাকিলে আগামী ৩/১১/২০২২ইং তারিখে আদালতে আপত্তি দাখিল করিবেন। অন্যতায় আইনগত কার্য করা হইবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com