রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় ও কলেজের ২৩ জন শিক্ষকের মধ্যে ১৯ জনের নিয়োগই অবৈধ বলে অভিযোগ লন্ডনস্থ ক্যামডেন কাউন্সিলের মেয়র নিযুক্ত হয়েছে হবিগঞ্জের সমতা খাতুন জেলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি আবু জাহির এর অনন্য উদ্যোগ তাপদাহের পর হবিগঞ্জে বৃষ্টি খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জেলা বিএনপির গণদোয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা পরিষদের অর্থসহায়তা ব্যক্তিগত ভাবে লাভবান হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করি না-সৈয়দ মোঃ শাহজাহান হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সমন্বয়ক কমিটির সমাবেশ লাখাইয়ে দলিল লেখকের মরদেহ উদ্ধারের ঘটনায় মা-ছেলে-মেয়েসহ গ্রেফতার ৪ ॥ নারী সংক্রান্ত ঘটনার জের ধরে নয়নকে হত্যা করা হয় নবীগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে ১ নারী নিহত

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে হামলা-বাড়িঘর ভাংচুর ॥ আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতি পক্ষের উপর হামলা ও বাড়িঘর ভাংচুর মহিলাসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। হামলা ও ভাংচুরের ঘটনায় পাহাড়পুর গ্রামের আব্দুল হান্নান ১২ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত রাশেম উল্লাহর পুত্র আব্দুল হান্নান ও আর্ষদ উল্লাহ পুত্র আশ্বাক মিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। তাদের মাঝে একাধিক মামলা মোকদ্দমা চলমান রয়েছে। ২ মাস পূর্বে বন্যার পানি থেকে বাড়িঘর রক্ষার্থে আব্দুল হান্নান স্থানীয় চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে বালু সরবরাহ করে এলাকার লোকজনদের কে নিয়ে বালুকে বস্তাভর্তি করে বাঁধ তৈরি করেন। বাঁধ তৈরি করায় আশ্বাক মিয়াগংরা ক্ষিপ্ত হয়ে আব্দুল হান্নানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আব্দুল হান্নান তৈরিকৃত বস্তাভর্তি বাঁধ ভেঙ্গে দিয়ে তাদের কে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। ঘটনাটি স্থানীয় লোকজনকে অবহিত করলে রবিরাত রাত সাড়ে ১০টায় আশ্বাক মিয়া, আনকার মিয়া, জাকির মিয়া, আলী হোসেন, জিয়াউল, মোতাহির, আব্দুল লতিব, সাইফুর রহমান, গিয়াস উদ্দিনের নেতৃত্বে ১৫/২০ জন দুর্বৃত্তরা আব্দুল হান্নানের বাড়িঘর ভাংচুর করে ও আব্দুল হান্নানসহ তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বাড়ির টিনের বেড়া,
হামলার ঘটনায় আহতরা হলেন,আব্দুল হান্নান (৪০), মৃত রাশেম উল্লার পুত্র আঃ আহাদ, আঃ আমিন, শিল্পী বেগম (৪৫), সবজল মিয়া (১৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com