বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

সৎ ছেলের অমানবিকতা থেকে বাঁচার জন্য সংবাদ সম্মেলন ॥ বানিয়াচংয়ের খাগাউড়ায় পিতার সকল সম্পত্তি দখল করে নাবালকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পিতার সম্পত্তির ২৭৫ কের জমি, বাসা-বাড়িসহ সকল সম্পত্তি দখল করে রেখেছেন সাইফুর রহমান রিমন নামে যুবক। সৎ ছেলের এমন অমানবিকতার কারণে দুই অবুঝ ও নাবালক সন্তান নিয়ে মারাত্মক কষ্টে দিন কাটাচ্ছেন এক বিধবা নারী। উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের মরহুম হাজী লুৎফুর রহমানে ৩য় স্ত্রী শরিফা আক্তার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন। গতকাল শনিবার বিকাল ৫টায় হবিগঞ্জ প্রেসক্লাবে দুই নাবালক সন্তান নিয়ে সংবাদ সম্মেলনে তার সৎ ছেলে সাইফুর রহমান রিমনের বিরুদ্ধে দখল, নির্যাতন ও আইন অমান্যের অভিযোগ করে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার অবুঝ দুই সন্তানের প্রয়াত পিতা ২৭৫ খের জমি, বাসা-বাড়িসহ সকল সম্পত্তি দখল করে রেখেছে সৎ ছেলে রিমন। বাবার রেখে যাওয়া অঢেল সম্পত্তি থাকার পরও তিনি নাবালক দুই সন্তান নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছেন। সন্তানদের সম্পত্তি রক্ষার জন্য সমাজপতি ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে গিয়েও কোন সমাধান করতে পারছেন না। ন্যায্য অধিকার আদায়ে তিনি প্রশাসনের উধ্বর্তন ক্ষতিপক্ষের হস্তপেক্ষ কামনা করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরিফা আক্তার বলেন, ২০১০ সালে তার স্ত্রী মরহুম স্বামী হাজী লুৎফুর রহমান আমাকে ৩য় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের পর আমার স্বামী আমাকে নিয়ে হবিগঞ্জ শহরের খোয়াই মুখ আবাসিক এলাকার নিজ বাসায় বসবাস করেছেন। বিয়ের পর আমার গর্ভে সামিউর রহমান সালমান (৫) ও উম্মে মাইমুনা ওহী (৮) নামে ২ সন্তানের জন্ম হয়। এক পুত্র ও এক কন্যা সন্তান নিয়ে সুখেই চলছিল আমাদের সংসার। এর মধ্যে ২০২০ সালের ২৩ মার্চ আমার স্বামী হাজী লুৎফুর রহমান মারা যান। মৃত্যুকালে তিনি প্রায় দেড় কোটি টাকার উপরে ব্যাংক ঋণ রেখে যান। তার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী শাহিনা আক্তার ও তার সন্তানেরা বাসায় এসে আমার স্বামীর সম্পত্তি দখলের জন্য আমার উপর নির্যাতন শুরু করে। এমনকি তাকে কয়েক দফা হত্যার চেষ্টাও করা হয়।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমার স্বামী লুৎফুর রহমান যখন আমাকে বিয়ে করেন, তখন তিনি আমাকে বলেছিলেন তার প্রথম স্ত্রী মারা গেছে। প্রথম স্ত্রীর গর্ভে ১ কন্যা সন্তান রয়েছে তার। তাছাড়া দ্বিতীয় স্ত্রী শাহিনা আক্তার মিলনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি তাকে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর তালাক প্রদান করেন। যার সকল প্রমাণ আমার কাছে রয়েছে। তালাকপ্রাপ্ত হওয়ার পর শাহিনা আক্তার তার বাবার বাড়ি লক্ষ্মীপুর জেলার এনায়েতপুরে চলে যান। আমার স্বামী মারা যাওয়ার পর তার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী শাহিনা ও তার সন্তানরা বাড়িতে এসে সব সম্পত্তি দখল করতে যায়। তখন আমার সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে এই বিরোধ নিস্পত্তি করতে গ্রামে কয়েক দফা শালিস বৈঠক হয়েছে। কিন্তু তারা শালিস বিচারের রায় মানেননি। পরবর্তীতে খাগাউড়া পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত শালিসে দোকান ভিটসহ জমি বিক্রি করে ব্যাংক ঋণ পরিশোধ করে সম্পত্তি প্রত্যেকের ন্যায্য হিস্যা অনুযায়ী ভাগ-বাটোয়ারা করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু শাহিনা বেগম ও তার ছেলে-মেয়ে ওই সিদ্ধান্ত অমান্য করে আমার জমি রমজমা, দোকান ও বাসা ভাড়া দিয়ে টাকা উত্তোলন শুরু করে। এ নিয়ে আমাদের মধ্যে চরম বিরোধ দেখা দিলে সাইপ্রাসে থাকা আমার স্বামীর ২য় স্ত্রীর ছেলে সাইফুর রহমান (রিমন মিয়া) হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ শামছু মিয়াকে ফোন করে আমাদের পারিবারিক সমস্যাগুলো শালিসে সমাধান করার জন্য অনুরোধ করে। এক পর্যায়ে শামছু মিয়া আমাদের পাড়ার সকল মুরুব্বীয়ান ও আত্মীয় স্বজনদের নিয়ে শালিসের আয়োজন করেন। শালিসে মোঃ শামছু মিয়া সভাপতিত্ব করেন। শালিসে সিদ্ধান্ত হয়, আমার স্বামীর দোকান ভিট ও জমি বিক্রি করে ব্যাংকের ঋণ পরিশোধ করার। বাকি সম্পত্তি প্রত্যেকের ন্যায্য হিস্যা অনুযায়ী ভাগ-বাটোয়ারা করে নেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও খাগাউড়া পুলিশ ফাঁড়ির রায়ও বলবৎ হয়। রিমনকে জানিয়ে দেওয়া হয়, যাবতীয় সম্পত্তির কাগজপত্র ফটোকপি করে শরীফা আক্তারকে দেওয়ার জন্য। কিন্তু রিমন দেশে এসেই শালিসের সিদ্ধান্ত অমান্য করে গত ২৭ এপ্রিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক জমি ও বাসা-বাড়ি দখল করতে যায়। এ সময় আমি বাঁধা দিলে রিমন আমার ও আমার সন্তানদের উপর হামলা চালায়। হামলায় আমি ও আমার ছেলে মেয়ে আহত হই। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। শরিফা আক্তার বলেন, বর্তমানে হবিগঞ্জ শহরের খোয়াই মুখ আবাসিক এলাকায় আমার স্বামীর রেখে যাওয়া বাসার ২টি রুমে আমি থাকছি। আর পুরো বাসাটি রিমন দখল করে রেখেছে। আমি ও আমার সন্তানদের মারপিটের ঘটনায় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-০১ হবিগঞ্জে মামলা দায়ের করি। আদালত অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জকে ১৮ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এখনো ওই মামলার প্রতিবেদন দেওয়া হয়নি। আমাদের বিরোধ নিস্পত্তি ও সম্পত্তি ভাগ-বাটোয়ারার জন্য ৩০ জুলাই চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িতে সর্বশেষ শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ওই শালিসে পূর্বের সিদ্ধান্ত বহাল থাকে। শালিসে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শামছু মিয়া, খাগাউড়া ইউপি চেয়ারম্যান মাসুদ কুরাইশী মক্কিসহ মুরুব্বীয়ানগণ উপস্থিত ছিলেন। কিন্তু রিমন ওই শালিসের সিদ্ধান্তও অমান্য করে। এছাড়া তিনি সিনিয়র সহকারি জজ আদালত বানিয়াচং, হবিগঞ্জে স্বত্ত্ব¡ আইনে একটি মামলা দায়ের করেছি। মামলাটি চলমান থাকা অবস্থায় রিমন জোরপূর্বক বাসার তিনি যে দুই রুমে থাকছি সেই দুই রুমসহ ও সকল জায়গা দখলের চেষ্টাসহ আমাকে প্রাণনাশের হুমকি এবং আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমনকি যারা শালিস করতে আসে তাদেরকেও হুমকি এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে হয়রানী করছে রিমন। শালিস করায় সম্প্রতি হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শামছু মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় মডেল থানায় একটি জিডি করে রিমন। ওই জিডির প্রেক্ষিতে শনিবার কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় শামছু মিয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। জিডি’র সূত্রধরে সংবাদগুলোতে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা আদৌ সত্য নয়। মিথ্যা বানোয়াট উদ্দেশ্য মূলক। এ অবস্থান মান-সম্মানের ভয়ে অনেক মুরুব্বীয়ান এখন তার বিরুদ্ধে কথা বলা বা শালিস করতে চান না। সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন বলেন, আমার অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ রিমনকে গ্রেফতার করে তাদের কার্যালয়ে নিয়ে গেলে পরবর্তীতে আমার মরহুম স্বামীর এক আত্মীয় প্রশাসনের উধ্বর্তন ক্ষমতা তার সুপারিশে রিমনকে ছেড়ে দেয়া হয়। মূলত রিমন তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এসব অপকর্ম করছে। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় আমার নাবালক সন্তানদের ন্যায্য অধিকার আদায় করতে চাই। পাশাপাশি মরহুম স্বামীর ঋণের টাকা পরিশোধ করতে চাই। উল্লেখ্য, আমার স্বামীর প্রায় ৮২৪৯ শতক অর্থাৎ ২৭৫ কের জমি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com