শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত

উদীচী বানিয়াচং শাখার উদ্যোগে কবিগুরুর প্রয়াণ দিবস পালন

  • আপডেট টাইম রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের একমাত্র একুশে পদকপ্রাপ্ত সংগঠন ও মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উদীচী বানিয়াচং শাখার সভাপতি রিপন চন্দ্র দাশ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব’র সঞ্চালনায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানিয়াচং আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, ইংরেজি বিভাগের প্রভাষক ও সাংবাদিক জসিম উদ্দিন, মাকালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাধনা রাণী সূত্রধর, উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক পিকে সূত্রধর, উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের সাবেক শিক্ষক বাসুদেব বৈষ্ণব, উদীচীর জাতীয় পরিষদ সদস্য ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উদীচী বানিয়াচং শাখার সহ-সভাপতি তৌহিদুর রহমান পলাশ ও সম্পাদক মন্ডলীর সদস্য শিক্ষক রুবিনা আক্তার রুবি।
আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন বাসুদেব বৈষ্ণব, লিপি সুলতানা মণি, বিশাল দাশ, শ্রেষ্ঠা চন্দ, স্বস্তী বৈষ্ণব, প্রজ্ঞা বৈষ্ণব ও রিমি বৈষ্ণব। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন নয়ন মনি দাস।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, দৈনিক প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, সঙ্গীত ও নাট্যশিল্পী প্রদীপ সূত্রধর টিপু, ইচ্ছেপুরণ মিউজিক স্টুডিও’র সত্ত্বাধিকারী নাসির উদ্দীন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক মিনহাজুর রহমান তারেক, বাসদ নেতা মুত্তাকিন মিয়া, উদীচী বানিয়াচং শাখার সম্পাদক মন্ডলীর সদস্য যিশু বৈষ্ণব, ছাত্র ফ্রন্ট নেতা রিয়াদ, উদীচীকর্মী শ্রাবণ রহমান, শেখ আরিফুল ইসলাম রিয়াজ, মুর্শেদ মিয়া, আবদুল লতিফ, মিনহাজ উদ্দিন আয়েশ, মার্জিয়া খানম, সাহিনা আক্তার, রুভা আক্তার, অন্তু আক্তার, সুলতানা আক্তার, আবিদা সুলতানা আঁখি প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যক্ষ স্বপন কুমার দাশ বলেন, একসময় বানিয়াচংয়ে ঘটা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যসহ এধরণের মনীষীদের জন্ম ও মৃত্যু দিবস প্রশাসনের উদ্যোগে পালন করা হতো। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পালন করা হতো। কিন্তু বর্তমানে উদীচী ছাড়া অন্যকোনো প্রতিষ্ঠান বানিয়াচংয়ে এসব গুণীজনদের নিয়ে কোনো অনুষ্ঠানের আয়োজন করেননা। সারাদেশেই মনীষীদের জন্ম ও মৃত্যুদিবস আগের মতো পালন করা হয়না উল্লেখ করেন এবং একারণে নতুন প্রজন্মের মধ্যে অবক্ষয় ঘটছে বলে মনে করেন এ শিক্ষাবিদ। সামাজিক অবক্ষয়ের হাত থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে তিনি প্রশাসনিক উদ্যোগে এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে রবীন্দ্র-নজরুল-সুকান্ত-বেগম রোকেয়া-প্রীতিলতা ওয়াদ্দেদারসহ এধরণের মনীষীদের জন্ম-মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com