শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ পৌরসভাধীন চরবাজারে সরকারের মালিকাধীন ভূমিতে নির্মাণাধীন পাকা স্থাপনা ভেঙে আগামী ২৬ মে সোমবারের মধ্যে টিনসেড নির্মাণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবিড় রঞ্জন তালুকদার। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থাপনার মালিক বিষ্ণুপদ রায় নামে বাজারের এক রড সিমেন্টের ব্যবসায়ীকে এ নির্দেশ প্রদান করেন। বিষ্ণু, একই এলাকার সমীপুর গ্রামের বাসিন্দা। এ সময় আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আবুল কালাম চৌধুরী উপস্থিত ছিলেন। আজমিরীগঞ্জ থানার পুলিশের একটি টিম সহযোগিতায় ছিলেন।
উল্লেখ্য, আজমিরীগঞ্জ পৌরসভাধীন সমীপুর গ্রামের বাসিন্দা ও বাজারের রড সিমেন্টের দোকানের মালিক বিষ্ণুপদ রায় নামে এক ব্যবসায়ী বেশ কয়েকদিন ধরে চরবাজারের সরকারের মালিকাধীন খাস ভূমিতে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। স্থানীয় সূত্র জানায়, ওই জায়গাটির মালিক অন্য একজন ছিল। সে ওই জায়গা দখলদারের নিকট থেকে ১৭ লক্ষ টাকায় ক্রয় করেছেন। নিয়মানুযায়ী সরকারের মালিকাধীন অথবা বন্দোবস্তপ্রাপ্ত জায়গা ক্রয়-বিক্রয়ের কোন বিধান নেই। সরকার কর্তৃক আধা শতকের অধিক জায়গা বন্দোবস্ত দেয়ার কোন নিয়ম নেই। কিন্তু ওই ব্যবসায়ী কোন রকম বৈধ কাগজপত্রাদি ছাড়াই ক্রয়কৃত অনুমান প্রায় ৩ শতক জায়গায় সিমেন্টের পাকা পিলার স্থাপন করে। পর নীচ থেকে ঢালাই করে উপরের চালা পর্যন্ত পাকা দেয়ালের নির্মাণকাজ শুরু করে। ইতিমধ্যে পিলার স্থাপন শতভাগ ও পাকা দেয়ালের নির্মাণ কাজ শতভাগ শেষ করা হয়েছে। খবর পেয়ে গত ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থলে ছুঁটে আসেন ১নং আজসিরীগঞ্জ সদর ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আবুল কালাম চৌধুরী। পর কোন রকম কাগজপত্রবিহীন অবৈধভাবে সরকারী জায়গায় পাকা স্থাপনা নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করেন।