শুক্রবার, ০৬ জুন ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০২৫
  • ৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নবীগঞ্জ সরকারি কলেজ এর মেধাবী শিক্ষার্থী, রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ নাবেদ মিয়ার বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মানহানি মামলা দায়ের নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ছাত্রদলের পরিশ্রমী ও ত্যাগী কর্মী নাবেদ মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হওয়ার পর থেকে প্রতিবাদের ঝড় উঠেছে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। ছাত্রজনতার মধ্যে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ। ইতিমধ্যেই সবুজ এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে ছাত্রজনতাসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অপরদিকে নাবেদ মিয়ার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আওয়ামী ফ্যাসিস্টদের দালাল আদম বেপারী নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের দেবপাড়া বাশডর গ্রামের জাহির আলীর পুত্র বহু অপকর্মের হোতা মোঃ সবুজ আহমেদকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। গতকাল রবিবার ৪ মে নবীগঞ্জ ট্রাপিং পয়েন্ট মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ছাত্রজনতার ব্যানারে উক্ত মানববন্ধনে অংশ নেন নবীগঞ্জের সর্বসাধারণ মানুষ। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফ্যাসিস্টদের দোসর আদম বেপারী সবুজ আহমেদকে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, মোঃ নেওর মিয়া, সদর ইউনিয় বিএনপি নেতা সবুর আহমেদ, নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ রাশেদ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, যুবদল নেতা সেলু আহমেদ, মাহবুব আবেদীন মোহন, বিএনপি নেতা সুমন আহমেদ, যুবদল নেতা সহিদুল ইসলাম, জাকির মিয়া, নজরুল মিয়া, নাছিম আহমেদ, রাহুল আহমেদ। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব, মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ পৌর জাসাসের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাবের মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com