স্টাফ রিপোর্টার ॥ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তপু ইসলাম খান (২৫) কে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। গতকাল রবিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। জানা যায়, রিচি গ্রামের তপু ইসলাম খান পড়ালেখার পাশাপাশি সাবরেজিস্ট্রি অফিসে সহকারি ডিডরাইটার হিসেবে কাজ করে আসছে। গতকাল ওই সময় একদল যুবক তাকে আটক করে সদর থানা পুলিশের কাছে দিয়ে যায়। সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, জনতা তাকে আটক করে থানায় দিয়েছে। বৈষম্য বিরোধী মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।