স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হবিগঞ্জে জনপ্রিয় টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট মো: আবু জাহির। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভেচ্ছা জানান। এর আগে নিউজ টুয়েন্টিফোরের হবিগঞ্জ প্রতিনিধি শ্রীকান্ত গোপের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আব্দুল হালিম, ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি আবু সালেহ নুরুজ্জামন চৌধুরী শওকত, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাবেক সভাপতি ও যমুনা টিভির প্রতিনিধি প্রদীপ দাস সাগর, একাত্তর টিভি প্রতিনিধি ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাবেক সভাপতি শাকিল চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, বাংলানিউজ২৪.কম এর জেলা প্রতিনিধি বদরুল আলম, বাংলা টিভির প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, এখন টিভির প্রতিনিধি কাজল সরকার, দৈনিক আজকালের খবর জেলা এর প্রতিনিধি সুকান্ত গোপ, সৈনিক সময়ের সত্যের বানী পত্রিকার সম্পাদক নায়েব হোসাইন, দেশটিভির প্রতিনিধি আমির হামজা, সাংবাদিক সৈয়দ মশিউর রহমানসহ প্রমূখ।