শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

বাংলাদেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করছেন শেখ হাসিনা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৭০ বা পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ একসময় জনসংখ্যার আধিক্যকে দেশের জন্য বোঝা হিসেবে বিবেচনা করা হলেও সেই জনংসংখ্যাকে এখন জনসম্পদে রূপান্তর করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে এমনটি সম্ভব হচ্ছে। আজকের শিক্ষিত ও প্রশিক্ষিত তরুণ-তরুণীরাই আগামীতে উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিবেন। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বৃহস্পতিবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষিত তরুণ-তরুণীদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় এনেছে। বছরজুড়ে তাঁদেরকে নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এজন্য তরুণ-তরুণীরা এখন চাকুরীর পেছনে না ছুটে নিজে স্বাবলম্বী হয়ে লাখ লাখ টাকা উপার্যন করতে সক্ষম। আবু জাহির বলেন, বিএনপি’র সরকারের সময় দেশের কৃষক উচিত মূল্য দিয়েও সার পায়নি। এজন্য আন্দোলনে নামা ১৮ জন কৃষককে তাঁরা গুলি করে হত্যা করেছিল। কিন্তু এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কৃষকদেরকে বিনামূল্য সার, বীজ ও ৭০ শতাংশ ভর্তুকীমূল্য উন্নত যন্ত্রপাতি দিচ্ছে। এতে দেশের কৃষি অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। পরে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে নির্বাচিত ৯টি যুব সংগঠনের মাঝে অনুদানের চেক, কম্পিউটার বেসিক এন্ড আইটি এপ্লিকেশন, ইলেকটিক্যাল এন্ড হাউজওয়ারিং, ইলেকট্রনিক্স ও পোশাক তৈরী কোর্সের উদ্বোধন এবং যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের প্রায় ৩০ শিক্ষার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক একেএম আব্দুল্লাহ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল ভৌমিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com