মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং বড়বাজারে কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক পরিধানে সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে (সংক্রামক রোগ ২০১৮)এর অনুসারে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদ- আরোপ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ। সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাজার মনিটরিংসহ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানা পুলিশের একটি টীম।