মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

নবীগঞ্জের ১৩ ইউনিয়নের ৯টিতে নৌকার ভরাডুবি ॥ জামানত হারালেন ২ জন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন নির্বাচনে নৌকার বিশাল পরাজয় বরণ করায় আলোচনার ঝড় উঠেছে। ২৮ নভেম্বর নির্বাচনে ১৩টি ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকা, ৪টিতে বিদ্রোহী, ৩টিতে বিএনপি সমর্থিত ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এরমধ্যে ইনাতগঞ্জ ও করগাওঁ ইউনিয়নে নৌকার প্রার্থী জামানত হারিয়ে হাস্যরসের সৃষ্টি করেছেন। আওয়ামীলীগের বিশাল ভরাডুবির কারন হিসেবে অনেকেই মনোনয়নের ক্ষেত্রে হাইকমান্ডের সিদ্ধান্ত যথার্থ হয়নি বলে মন্তব্য করেছেন। বেশীর ভাগ ইউনিয়নেই প্রার্থী নির্ধারণ করা হয়েছে নতুন মুখ। কেউ কেউ এলাকার রাজনীতি ও সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত নয়। এমন লোককেও দেয়া হয়েছে দলীয় মনোনয়ন। এছাড়া বড় বাধা হয়ে দাড়িয়েছিল বিদ্রোহী প্রার্থীরা। ফলে দলীয় নেতাকর্মী নির্বাচনীয় মাঠে সরব কম ছিল। যে সব ইউনিয়নে নৌকার প্রার্থী ভরাডুবি হয়েছে তা হলো ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে সমর চন্দ্র দাশ (নৌকা), ৪নং দীঘলবাক ইউনিয়নে আবু সাঈদ (নৌকা), ৬নং কুর্শি ইউনিয়নে আলী আহমদ (নৌকা), ৯নং বাউসা ইউনিয়নে আবু সিদ্দীক (নৌকা), ১০নং দেবপাড়া ইউনিয়ন যেখানে নৌকার ঘাটি হিসেবে খ্যাত রয়েছে এবং বর্তমান এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর বাড়ি। ওই ইউপিতে নৌকার প্রার্থী আব্দুল মুহিত, ১১নং গজনাইপুর ইউনিয়নে সাবের হোসেন চৌধুরী (নৌকা), ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ফরহাদ আহমদ (নৌকা) বিপুল ভোটের ব্যবধানে ভরাডুবি হয়। জামানত হারিয়েছেন করগাওঁ ইউনিয়নের নৌকার প্রার্থী বজলুর রহমান। তিনি দীর্ঘকাল ধরে ইউপি আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করলেও এলাকার উন্নয়ন, বা সুখ দুঃখের সাথে জড়িত নাই বললেই চলে। এবং ইনাতগঞ্জ ইউনিয়নের নৌকার প্রার্থী আছাবুর রহমান জীবন। আছাবুর রহমান জীবনের মুল বাড়ি জগন্নাথপুর থানায়। ছোট বেলা থেকেই নানা বাড়ি ইনাতগঞ্জে বেড়ে উঠা। প্রায় ১০/১২ বছর যাবৎ তিনি লন্ডনে অবস্থান করছেন। এর আগে দেশে থাকতে ছাত্রলীগ ও পরে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ সময় এলাকার কোন কর্মকান্ডে তিনি জড়িত ছিলেন না। স্থানীয় এই নির্বাচন থেকে ভবিষ্যতে মনোনয়নের ক্ষেত্রে আওয়ামীলীগের শিক্ষা গ্রহন করা উচিৎ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com