বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

নির্বাচনী হালচাল-১ ॥ নবীগঞ্জের বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে লড়াই হবে ত্রিমুখী

  • আপডেট টাইম সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৫৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী। আর এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর ৩ জনের মাঝে লড়াই হবে বলে ধারনা সাধারণ ভোটারদের। ইউপি নির্বাচনে-আওয়ামীলীগ মনোনীত ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সমর চন্দ্র দাশ (নৌকা) স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সত্যজিত দাশ (চশমা) ও রঙ্গলাল (ঘোড়া) প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন- ১৩ হাজার ৩৩৪ জন। তন্মধ্যে পুরুষ ৬ হাজার ৫৮৫ জন ও মহিলা ৬ হাজার ৭৪৯ জন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা চালাচ্ছেন উঠান বৈঠক, প্রচার-প্রচারণা। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৩ জনই সমানে সমান। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী সত্যজিত দাশ ও রঙ্গলাল দাশ। কোন অংশে কম নয় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সমর চন্দ্র দাশও। সাধারন ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। ভোটাররা বলছেন সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বর্তমান চেয়ারম্যান সত্যজিত দাশের চশমার সাথে অপর স্বতন্ত্র প্রার্থীর রঙ্গলাল দাশের লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সমর চন্দ্র দাশের প্রচার প্রচারনায় থেমে নেই। দলীয় নেতা কর্মীরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন দিন-রাত। গ্রাম, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা দিবা-রাত। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এ ইউনিয়নে প্রতিন্দন্দ্বি ৩ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে সরকার দলীয় প্রতিক নৌকা ও জনগনের ভালবাসায় সত্যজিতের চশমা ও টাকার জোড়ে রঙ্গলাল দাশের ঘোড়া মার্কার ত্রিমুখী লড়াই হবে। এ ইউনিয়নের অধিকাংশ প্রার্থী ও ভোটারদের ধারনা উক্ত ইউনিয়নে সর্বোচ্চ ভোট হলো হিন্দু সম্প্রদায়ের আর ওই ইউনিয়নের ৩ জন চেয়ারম্যান প্রার্থী হিন্দু প্রার্থী সকলই সমান পাল্লা দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, যদি শেষ পর্যন্ত মুসলিম ও বিএনপির রাজনীতির ভোটারা এক হয়ে যে প্রার্থী পক্ষে রায় দিয়ে দেন সেই প্রার্থী বিপুল ভোটে জয়ী হওয়ার সম্ভবনা রয়েছে বেশি সে দিকে এগিয়ে বর্তমান চেয়ারম্যান সত্যজিত দাশ। ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কোন ঝামেলা ছাড়াই ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা। আগামীকাল থাকছে নির্বাচনী হালচাল ২য় পর্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com