রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ ॥ ১ জনের লাশ উদ্ধার নোভা ডিজিটাল সাইন উদ্বোধন করলেন এমপি আবু জাহির আখাউড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে মাধবপুরের নারীসহ আটক ৭ কৃষ্ণনগরে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলা-শিশুসহ আহত ১৫ পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি মিজানুর রহমানকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ মাধবপুর উপজেলা পরিষদের দরজা সবার জন্য উম্মুক্ত ছিল-সৈয়দ শাহজাহান শহরে রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন হবিগঞ্জ পৌর মেয়র সেলিম হাইকোর্টের আদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন সাংবাদিক মুরাদ আহমেদ নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১

নবীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন যাচাই বাছাই সম্পন্ন ॥ ২ চেয়ারম্যান ও ৪ মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • আপডেট টাইম শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৭৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ আসন্ন ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের তৃতীয় দফায় অনুষ্টিতব্য নির্বাচনে বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই সম্পন্ন হয়েছে। এতে ঋন খেলাপী, মামলা, বয়স ও মনোনয়ন ফরমে ভুল তথ্যের কারনে ২ জন চেয়ারম্যান ও ৪ জন মেম্বার পদ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রির্টানিং কর্মকর্তা। এবারে নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩, সাধারণ সদস্য পদে ৪৮৪ সংরক্ষিত আসনে ১৭৮ জন পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ব্যাংক ঋন খেলাপীর কারনে ৬নং কুর্শি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দিন, মনোনয়নপত্রে ভুল তথ্যের কারনে ১০নং দেবপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। এছাড়া ভুল তথ্যের কারনে ৯নং বাউসা ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হারুন মিয়া, মামলা সংক্রান্ত কারনে করগাওঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মুহিত মিয়া, ঋন খেলাপীর কারনে ৮নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম (বর্তমান মেম্বার) এবং বয়সের কারনে ৭নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শামছুল হক এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যন পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬৩ জন প্রার্থীর মধ্যে ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে ৩ জন, ২নং বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নে ৫ জন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে ৫ জন, ৪নং দীঘলবাক ইউনিয়নে ৭ জন, ৫নং আউশকান্দি ইউনিয়নে ৪ জন, ৬নং কুর্শি ইউনিয়নে ৭ জন, ৭নং করগাওঁ ইউনিয়নে ৭ জন, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে ৭ জন, ৯নং বাউসা ইউনিয়নে ৩ জন, ১০ নং দেবপাড়া ইউনিয়নে ৫ জন, ১১নং গজনাইপুর ইউনিয়নে ৫ জন, ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে ৫ জন ও ১৩নং পানিউন্দা ইউনিয়নে ২ জন। ১৩টি ইউনিয়নে ৪ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করেন। তারা হলেন, উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য অফিসার, সমবায় অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার। উপজেলায় ১ ও ৪নং ইউপি ব্যতিত বাকী ইউনিয়নে আওয়ামীলীগের ১৬ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া জাপা ৫ ও ১টি ইউপিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনিত প্রার্থী রয়েছেন। জাপার ১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আপিলে ফিরে আসতে না পারলে চেয়ারম্যান পদে ৬১ ও সাধারণ সদস্য পদে ৪৮০ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com