শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা

হবিগঞ্জ পৌর কর মেলা সমাপ্ত ॥ ৩ দিনে ১৯ লাখ টাকার কর ও পানির বিল আদায়

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘দেশের উন্নয়নের জন্য আমাদের সকলকে সততার সাথে, নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আমরা সকলে সততার সাথে কাজ করলে আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করতে পারবো। ৩ দিনব্যাপী পানির বিল ও পৌর কর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান আমরা সবাই ভাই ভাই। দয়া করে সবাই সম্প্রীতি রক্ষা করবেন। আমাদের মধ্যে যাতে কোন দ্বন্দ্ব না হয়, কোন সংঘাত না হয়, আমরা যেন হবিগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে পারি।’ জেলা প্রশাসক হবিগঞ্জ পৌরসভার চলমান কর্মকান্ডে মেয়র আতাউর রহমান সেলিমের ভূয়শী প্রশংসা করেন এবং শীঘ্রই সংসদ সদস্য এডভোকেট আবু জাহির ও মেয়রের প্রচেষ্টায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন ডাম্পিংস্পট বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি পৌরবাসীকে উন্নয়নের স্বার্থে নিয়মিত পৌরকর প্রদানের জন্য আহবান জানান। সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন,‘আগামী বছরের ফেব্রুয়ারী-মার্চের দিকে আমরা নতুন ষ্টেডিয়ামের পাশে ময়লা আবর্জনার স্তুপ নতুন ডাম্পিং স্পটে অপসারণ করবো।’ তিনি বলেন,‘ইতিমধ্যে হবিগঞ্জ-লাখাই-শায়েস্তগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহিরের প্রচেষ্টায় এবং জেলা প্রশাসক ইশরাত জাহানের সহযোগিতায় আমরা শহরের বাইরে নতুন ডাম্পিং স্টপ নির্ধারণ করতে সমর্থ হয়েছি।’ মেয়র করমেলায় পৌরকর পরিশোধ করার জন্য করদাতাগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৃহস্পতিবার বিকেলে পৌরভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত করমেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোঃ রাহাত বিন কুতুব, পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, প্রিয়াংকা সরকার, শেখ সুমা জামান ও পৌরসচিব মোঃ ফয়েজ আহমেদ। ৩ দিনে করমেলায় পৌরকর আদায় হয়েছে ১৫ লক্ষ ৪৩ হাজার ৭ শ ৫৬ টাকা। প্রথম দিন ৪ লক্ষ ৭৩ হাজার ৯ শ ৫৬ টাকা, দ্বিতীয় দিন ৪ লক্ষ ৯১ হাজার টাকা এবং শেষ দিন ৫ লক্ষ ৭৮ হাজার ৮শ টাকা। পানির বিল ৩ দিনে আদায় হয় ৩ লক্ষ ৪৯ হাজার ১শ ৫০ টাকা। পৌরকর ও পানির বিল একত্রে ৩ দিনে মোট আদায় হয় ১৮ লক্ষ ৯২ হাজার ৯ শ ৬ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com