বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

শায়েস্তাগঞ্জে এমপি আবু জাহির ॥ সরকার সকলকে শান্তিতে যার যার ধর্ম পালনের সুযোগ করে দিয়েছে

  • আপডেট টাইম সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ভূমিকায় বাংলাদেশ আজ বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে। এ সরকার সকল ধর্মের মানুষকে শান্তিতে যার যার ধর্ম পালনের সুযোগ করে দিয়েছে। দেশজুড়ে চলছে উন্নয়ন, সৃষ্টি হচ্ছে কর্মস্থান। এ সরকার বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা প্রদানসহ অস্বচ্ছলদের বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রবিবার শায়েস্তাগঞ্জ উপজেলায় পূজামন্ডপে সরকারি অনুদান, অস্বচ্ছল প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, মহিলাদেরকে সেলাই মেশিন ও বিভিন্ন সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছিল। আওয়ামী লীগ সরকারের মাধ্যমে এখানে পৌরসভা ও উপজেলা বাস্তবায়ন হয়েছে। একই সঙ্গে এখানে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, রাস্তা, ব্রিজ-কালভার্টসহ ব্যাপক উন্নয়ন কাজ সম্পাদন হচ্ছে। উন্নয়ন-অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকার পক্ষে থাকার আহবান জানান সংসদ সদস্য। শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমপি আবু জাহির সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ২০ জনকে হুইল চেয়ার, ৩১টি সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী ও ১৮টি পূজামন্ডপে সরকারি অনুদানের চেক হস্তান্তর করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খান, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন মোহন, মোঃ তাহির মিয়া খান, আব্বাস উদ্দিন তালুকদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, কামরুজ্জামান আল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সরদার, সমাজসেবক সাবাজ আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com