শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

শহরে আমেরিকা প্রবাসীর বাসা দখলের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের বদিউজ্জামান খাঁন সড়ক এলাকায় এক আমেরিকান প্রবাসীর বাসা জোরপূর্বক দখল করে রেখেছে তার ভাই ও ভাতিজারা। বাসা উদ্ধারে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ভাই ও ভাতিজারা তাকে বিভিন্নভাবে হয়রানী করে আসছেন। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী প্রবাসী আব্দুল ওয়াহেদ জানান-২০০০ সালে তিনি আমেরিকায় পাড়ি জমান। সেখানে নিজের কষ্টে উর্পাজিত টাকা দিয়ে ডাঃ সুনীল চৌধুরীর কাছ থেকে ২০০৩ সালে বদিউজ্জামান খান সড়কে আমিন চাঁন কমপ্লেক্সের দক্ষিনাংশে ৬ শতক ৯৭ অযুতাংশ ভূমি ক্রয় করে রেজিস্টারী দলিলমূল্যে মালিক ও দখল বুঝে নেন। পরবর্তীতে ওই ভূমি নিজের নামে নামজারী করে করে সরকারি ও পৌর ট্যাক্স পরিশোধ করে আসছেন তিনি। ২০১২ সালে তিনি ওই ভূমিতে একতলা বাড়ি নির্মাণ করেন। এ সময় তিনি বাসাটি ভাড়া দিতে চাইলে তার বড় ভাই অ্যাডভোকেট আব্দুল হাই তার ছেলেকে ভালো জায়গায় বিয়ে করোনা কথা বলে কিছুদিনের জন্য বাসায় উঠেন। তিনি আরও জানান, সম্প্রতি তিনি তার মাকে নিয়ে দেশে এসে বাসায় উঠতে চাইলে তার ভাই ও ভাজিতারা তাকে বাসায় উঠতে বাঁধা দেয়। পরবর্তীতে তিনি তার শ্বশুরের বাসায় উঠেন। পরে তিনি আত্মীয় স্বজনসহ স্থানীয় মুরুব্বীয়ান লাগিয়ে বাসা উদ্ধার করতে চাইলে তার ভাইসহ ভাতিজারা বাসাটি নিজেদের দাবি করে উল্টো প্রবাসী আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে বাসা দখলের চেষ্টার অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে আব্দুল ওয়াহেদ বাসাটি উদ্ধারের জন্য প্রশাসনের স্মারণাপর্ণ হন। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাইসহ ভাতিজা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এছাড়া তার ভাতিজারা বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে আসছেন ও চাঁদা দাবি করছেন বলেও অভিযোগ করেন তিনি। প্রবাসী আব্দুল ওয়াহেদ বলেন, ‘বাসা ছাড়াও বিভিন্ন সময় আমার দুই ভাতিজা আব্দুল হাদী সোহাগ ও আব্দুল হান্নান শাকিলকে তাদের নিকট গচ্ছিত রাখার জন্য নগদ ৪০ লাখ টাকা প্রদান করি। কথা থাকে যে, আমার প্রয়োজনে যে কোন সময় টাকা ফেরত দিবে। আমার ভাতিজাদেরকে টাকা পাঠানোর ব্যাংক রিসিট আমার কাছে রয়েছে।’ ‘আমার ভাইয়ের সংসারের যাবতীয় ব্যয়, ভাতিজাদের শেয়ার মার্কেটের ব্যবসা, কাজী ম্যানশনে কাপড়ের দোকান, ভাতিজা আব্দুল হাদী সোহাগের বিয়ে এবং আমেরিকা যাওয়ার খরচ, ভাতিজি শাহানা’র বিয়ে, ছোট ভাতিজা আব্দুল হারিছ আকিলের ঢাকায় নর্দার্ন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা এবং লন্ডন গমণের ব্যয় আমি মানবিক কারণে বহন করি।’ তিনি বলেন, ‘হবিগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী দিগন্ত বাসে আমি শেয়ার হোল্ডার হলেও আমার ভাই আব্দুল হাই সেই শেয়ার বিক্রি করে টাকা আত্মসাত করে। এমনকি এসব বিষয়ে প্রতিবাদ করায় আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে আমার ভাই ও ভাতিজারা। বিষয়টি সম্পর্কে এমপি আবু জাহির, এমপি আব্দুল মজিদ খান ও মেয়র আতাউর রহমান সেলিম সাহেবও অবগত রয়েছেন।’ সংবাদ সম্মেলনে আমেরিকা প্রবাসী আব্দুল ওয়াহেদ-এর মা জুবেদা খাতুন এবং অপর ভাই শিক্ষক আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com